হাওরের জলাশয় লীজপ্রথা বাতিলের জন্য সরকারকে অভিনন্দন
হাওরের জলাশয় লীজপ্রথা বাতিলের জন্য সরকারকে অভিনন্দন
 
হাওরের পরিবেশ, প্রকৃতি ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে সরকারের মন্ত্রী পরিষদ গত ২৩ মার্চ ২০০৯ এর  সভায় হাওরের জলাশয় লীজ প্রদান প্রথা বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সে জন্য ‘জাতীয় হাওর পর্ষদ’র আহ্বায়ক জনাব রাহাত খান ও সদস্য সচিব কামাল পাশা চৌধুরী জাতীয় হাওর পর্ষদের পক্ষ থেকে সরকারকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। 
 
উল্লেখ্য বিগত ২০০৮ সালের আগস্ট মাসে নেত্রকোণা জেলার মোহনগঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর  উদ্যোগে প্রথম ‘জাতীয় হাওর উৎসব’ উদযাপিত হয়। সেই উৎসবে হাওর অধ্যুষিত ৭টি জেলার প্রতিনিধিদের প্রস্তাবের প্রেক্ষিতে হাওর জনপদের ১১০ দফা দাবী সম্বলিত ‘মোহনগঞ্জ ঘোষণা’ নামে একটি দাবী নামা তৈরি করা হয় এবং তা সরকারের নিকট পেশ করা হয়। সেই মোহনগঞ্জ ঘোষণার একটি প্রধান দাবী ছিল হাওরের জলাশয় বা ফিসারী সমূহের লীজ প্রথা সম্পূর্নরুপে বাতিল করা। 
 
সরকারের এ সিদ্ধান্তকে নেতৃবৃন্দ হাওর রক্ষার পদক্ষেপে একটি গুরুত্বপুর্ন অগ্রগতি বলে উল্লেখ করে বলেন-মোহনগঞ্জ ঘোষণায় উত্থাপিত সকল দাবী সমূহই এই সরকার পর্যায়ক্রমে বাস্তবায়িত করবেন বলে পর্ষদ দৃঢ় আশাবাদি। তবে শুধু লীজ বাতিল করাই যথেষ্ট নয় সেই সাথে যদি জলাশয় গুলোকে অভয়াশ্রম ঘোষণা করে যথাযথ ভাবে সংরক্ষণ করা না যায় তবে তাহলে আমাদের বিপুল মৎস্য সম্পদ আরও ব্যপকভাবে ধ্বংস হবে এবং এই জলাশয়গুলোকে কেন্দ্র করে হাওর জনপদে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে বলেও নেতৃবৃন্দ সতর্কবানী উচ্চারণ করেন।