জন-উদ্দ্যেগে ও স্বেচ্ছাশ্রমে সিক্কাটুলী পুকুর পরিচ্ছন্ন এবং সংস্কারের কার্যক্রম উদ্বোধন
জন-উদ্দ্যেগে ও স্বেচ্ছাশ্রমে সিক্কাটুলী পুকুর পরিচ্ছন্ন এবং সংস্কারের কার্যক্রম উদ্বোধন
 
পুরোনো ঢাকায় শতবর্ষী সিক্কাটুলী পুকুরটি দীর্গদিন যাবত সংস্কার কার্যের অভাবে আবর্জনাযুক্ত ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। অন্যদিকে একটি পক্ষ এই পুকুর ব্যক্তিমালিকানায় নিয়ে ভরাট করে সেখানে ইমারত নির্মাণের অপচেষ্টা শুরু করে। স্থানীয় জনগণ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র উদ্দ্যোগে পুকুরটি দখলমুক্ত ও সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন সহ নানা কর্মসূচী পালন করে আসছে। আজ ১২ মার্চ ২০১০ শুক্রবার সকাল ১১:০০ টায় স্থানীয় জানানোর নিজস্ব উদ্দ্যোগে স্বেচ্ছাশ্রমে পুকুরটি সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। 
 
পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান জনাব আবু নাসের খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুসলিম যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মাসুম, সাবেক ক্রীড়া সম্পাদক মো: শাহেদউল্লাহ, পবার সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুুরী, সহ:সম্পাদক সাগিরুজ্জামান শাকিক, কোর্ডিনেটর গাজী লুৎফুল কবীর সুমন সহ অন্যান্যরা।
 
বক্তারা বলেন, সিক্কাটুলী পুকুর এ অঞ্চলের একমাত্র পুকুর। শত বছরের এই পুকুরটি দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছে। এই পুকুরটি এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়তা ও ভূগর্ভস্থ পানির পুনঃভরণে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে। আশপাশের অসংখ্য মানুষ পুকুরটিতে গোসল, ছেলেমেয়েরা সাঁতার শেখা সহ নিত্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে এবং এই একটি পুকুরই এলাকার ভয়াবহ জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি এই পুকুরটিকে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হিসেবে দেখিয়ে দখল করতে চাচ্ছে। উক্ত পুকুরটির মালিকানা বিষয়ে তাদের দাবী সিটি কর্পোরেশন ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। কিন্তু তারা প্রশাসনকে নকল দলিলাদি উপস্থাপন করে পুকুরটি দখলে নিয়ে ভরাটের পায়তারা করছে। যা সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। 
 
আবু নাসের খান বলেন, সিক্কাটুলীর এই পুকুর দখলের প্রচেষ্টা জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর সুস্পষ্ট লঙ্ঘন। জলাধার সংরক্ষণের লক্ষ্যে সরকারের সর্বাত্মক ঘোষণা ও কর্মসূচী গ্রহণের প্রেক্ষিতে ঢাকা শহরেই এভাবে একটি শত বছরের পুরাতন পুকুর দখল হলে তা সরকারের জলাধার সংরক্ষণের অভিপ্রায়কে জনগনের নিকট প্রশ্নবিদ্ধ করবে। তিনি যে কোন মূল্যে এই পুকুর রক্ষায় পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান। পাশাপাশি সিক্কাটুলী বাসীর এই পুকুর রক্ষার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।