খেলার মাঠে খেলাধূলা ব্যতীত অন্য যে কোন অনুষ্ঠান বন্ধ করতে হবে
খেলার মাঠে খেলাধূলা ব্যতীত অন্য যে কোন অনুষ্ঠান বন্ধ করতে হবে
 
খেলার মাঠে যাত্রা, মেলা, দোকান, প্রর্দশনী, গাড়ী পার্কিংসহ নানা ধরনের কর্মকান্ডের মাধ্যমে দখল করা হচ্ছে। ফলে বিঘœ হচ্ছে শিশুদের খেলার পরিবেশ। শিশু-কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশের স্বার্থে সকল খেলার মাঠে খেলা ব্যতীত অন্য যে কোন কর্মকান্ড নিষিদ্ধ করতে হবে। আজ ঢাকা মিরপুর-১০ নম্বরে সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে মেলা আয়োজনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই দাবী জানানো হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন, সেনপাড়া এলাকাবাসী এবং এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠনের আয়োজিত এই মানবন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন-র (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, বিশিষ্ট শিক্ষাবিদ পিযুষ কান্তি সাহা, পীসের মহাসচিব ইফমা হোসেন, শিক্ষানুরাগী খালিলুর রহমান, প্রমূখ। 
 
ঢাকার মিরপুর ১০ নম্বরের সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি খেলাধূলার জন্য ব্যবহৃত হয়। জনবহুল এলাকার      শিশু-কিশোর-তরুনদের অন্যতম খেলাধূলার স্থান এই মাঠটি। কিন্তু গত কয়েক মাস যাবত এলাকার কিছু স্বার্থনেষী মানুষ বিনোদনের এই স্থানটি দখল করে মেলার পরিকল্পনা গ্রহণ করে। বিগত সময়ে মেলা আয়োজন করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, শব্দদূষণ, স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যহত, যানজটের মাধ্যমে এলাকাবাসীর ভোগান্তির সৃষ্টি করে এই চক্র। শিশু-কিশোরদের বিনোদন এবং এলাকার পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিবাদে নেমেছে এলাকাবাসী। 
 
পবা-র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধূলী জুরুরি। কিন্তু আমরা আজ অবিবেচকের মতো দখল করে ফেলছি খেলা মাঠগুলো। শিশু-কিশোর-তরুন শারিরীক মানসিক বিকাশের স্থান না পেয়ে ঝুকে পড়ছে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কাজে। শিশুরা খেলাধূলার না করতে পারার কারণে অতিরিক্ত মোটা হওয়াসহ নানা রোগে ভূগছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, শিশুদের রোগাক্লান্ত ও নেশাগ্রস্ত দেখতে চাই কি না? যদি না চাই তবে তাদের জন্য খেলাধূলা ও সুষ্ঠ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতে হবে। শিশুদের খেলাধূলার পরিবেশ রক্ষায় সরকারকে সার্বিক পদক্ষেপ গ্রহনের আহবান জানাচ্ছি। 
 
বক্তারা বলেন, সরকার মেলা, প্রদশনী, গাড়ী পার্কিং করার জন্য জায়গার ব্যবস্থা করতে পারে। কিন্তু শিশুদের খেলার ব্যবস্থার জন্য স্থান পায় না। সরকারী এ সংশ্লিস্ট সংস্থাগুলোও শিশুদের খেলার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উদাসীন। আমাদের শিশুদের মানসিক বিকাশ অপেক্ষা গাড়ী পার্কিং ও মেলা অনেক জরুরি বিষয় করে প্রতীয়মান হয়। আমরা আমাদের শিশুদের সুস্থ্যভাবে বেড়ে উঠার পরিবেশের নিশ্চয়তা চাই। 
 
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেনপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলা আয়োজন বন্ধ, খেলার মাঠে খেলাধূলা ব্যতীত অন্য যে কোন অনুষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক খেলার মাঠ নিশ্চিত এবং সরকারের শহর উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যার অনুপাতে খেলার মাঠ রাখার দাবি জানান।