সিটি কর্পোরেশন কর্তৃক মিরপুর ১২ নং সেকশনে গাছ হত্যার স্থান পবা’র সরেজমিনে পরিদর্শন
সিটি কর্পোরেশন কর্তৃক মিরপুর ১২ নং সেকশনে 
গাছ হত্যার স্থান পবা’র সরেজমিনে পরিদর্শন
 
আজ ১৩ জুন ২০০৮ শুক্রবার মিরপুর ১২ নং সেকশনের ডি ব্লকের ১৭ ও ১৮ নং রোডের অনেকগুলো গাছ হত্যা করে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মানের সিটি কর্পোরেশন কর্তৃক উদ্যোগ নেওয়ার স্থান পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সরেজমিনে পরিদর্শন করে। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এর নেতৃত্বে উক্ত সরেজমিনে পরিদর্শন পরিচালিত হয়। 
 
‘বৃক্ষ হত্যা বন্ধ কর-করতে হবে’ শ্লোগানের মাধ্যমে পরিবেশ বাঁচাও আন্দোলন এর নেতৃবৃন্দ ও শত শত স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের লোকজন মিরপুর ১২ নং ডি ব্লকের ১৭/১৮ নং রোডের সকল প্রকার গাছ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এখানে যে বিভিন্ন ধরণের ফলজ ও ঔষধি গাছ আছে তা যেন কোন ভাবেই হত্যা করা না হয়। দীর্ঘ ৪৫ বছর পূর্ব থেকে এই দুই লেনের মাঝখানে একটি চলাচলের উপযোগি রাস্তা আছে। এই রাস্তা থাকা সত্বেও রাস্তার দু’পাশের অসংখ্য গাছ হত্যা করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করে রাস্তা নির্মানের আড়ালে কী উদ্দেশ্য লুকিয়ে আছে, পরিবেশবাদীরাসহ স্থানীয় জনসাধারণও তা নিযে উদ্বিগ্ন। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন ১৭ ও ১৮ নং রোডের মধ্যবর্তী রাস্তা পরিবর্তন করে দু’পাশে রাস্তা তৈরি করবে যা এরাকাবাসীর দূর্ভোগ বৃদ্ধি করবে। 
 
আবু নাসের খান বলেনÑগাছ হত্যা করে এখানে রাস্তা নির্মান করা মোটেই ঠিক হবে না। রোকজনের চলাচলের জন্য পর্যাপ্ত পরিমানে রাস্তার জায়গা আছে। বিধায় এখানে ৪০Ñ৪৫ বছরের বিদ্যমান রাস্তা রেখে এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রথিতযশা আর্কিটেকচারদের নিয়ে একটি ছোট পরিকল্পিতভাবে মুক্ত পার্ক গড়ে তোলা সম্ভব। যাতে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলতে পারবে এবং স্থানীয়রাও তা চাই। প্রয়োজনে আরো গাছ রোপন করে পরিবেশ সংরক্ষনের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, অবৈধ দখল উচ্ছেদ হোক এটা আমরা চাই। কিন্তু গাছ আমাদেরই প্রয়োজনে প্রকৃতির নিজস্ব জায়গায় অবস্থান করছে বিধায় তাকে উচ্ছেদ সিটি কর্পোরেশন কেন, কেউ করলে আমরা তা মেনে নেব না। 
 
সৈয়দ আবুল মকসুদ বলেনÑপ্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়াই উচিৎ। আমরা যতবারই তার লাগাম ধরেছি ততবারই আমাদের প্রতি বিরূপ আঘাত হেনেছে প্রকৃতি। কিছু অসাধু ব্যক্তির ব্যক্তি স্বার্থের কারণে মিরপুরের ১২ নং সেকশনের এই সবুজ প্রকৃতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য প্রস্তুত থাকতে বলেন। 
 
আরও উপস্থিত ছিলেনÑ পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, পীস এর মহাসচিব ইফমা হুসাইন, পবা’র প্রোগ্রাম অফিসার তৌফিকুর রহমান সেন্টু, আমীর হাসান, স্থানীয় অধিবাসীদের মধ্যে ছিলেন-ক্যাপ্টেন নুর ইসলাম (অব:), মোঃ গিয়াস উদ্দীন, এ্যাডভোকেট শেলী আহমেদ, জনাব আব্দুল আজিজ, জনাব আফজাল হোসেন, নাসির উদ্দীন আহমেদ, আবু তাহের, সিরাজুর ইসলাম প্রমুক।