লাউয়াছড়া জাতীয় উদ্যানে শেভরনের জরিপ বন্ধের দাবীতে গণ স্বাক্ষর গ্রহণ শুরু করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন
লাউয়াছড়া জাতীয় উদ্যানে শেভরনের জরিপ বন্ধের দাবীতে
গণ স্বাক্ষর গ্রহণ শুরু করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন
 
বাংলাদেশের অন্যতম মিশ্র চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষা করতে সেখানে শেভরনের জরিপ বন্ধের দাবীতে গণস্বাক্ষর গ্রহণ শুরু করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। আজ বিকাল ৪.০০টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কলামিস্ট কবি সৈয়দ আবুল মকসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দালনের চেয়ারম্যান আবু নাসের খান, সাংবাদিক ও কলামিস্ট দীপংকর গৌতম, পরিবেশ কর্মী লতিফুর বারী হামিম, পিচ এর মহাসচিব ইফমা হুসাইন প্রমূখ। মানুষ স্বতস্ফুর্তভাবে পরিবেশ বাঁচাও আন্দালনের দাবীর সাথে একমত হয়ে স্বাক্ষর প্রদান করে।
 
আয়োজকরা বলেন, লাউয়াছড়া বনে অনেক বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাস। বনের ভেতর সামান্য প্রতিঘাত সৃষ্টি করলে এর স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। সম্প্রতি এই বনে শেভরন নামক একটি কোম্পানি ত্রিমাত্রিক অনুসন্ধান পরিচালনা করছে। এ ধরনের জরিপ ও অনুসন্ধান বন্যপ্রাণী ও বনের প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর। জরিপের ফলে ইতিমধ্যে পরিবেশের উপর বিরূপ প্রভাব শুরু হয়েছে। জরিপ কার্যক্রমের অল্প কয়েকজন লোক অংশগ্রহণ করবে বলা হলেও শত শত কর্মী নিয়ে তারা জরিপ কার্যক্রম পরিচালনা করছে। বনের ভিতরে অবাধে ভারী যানবহন ও যন্ত্রপাতি ব্যবহার করেছে। যার ফলে বনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। 
 
আয়োজকরা আরো বলেন, গত ২৬ এপ্রিল ২০০৮ শেভরন কোম্পানীর দায়িত্বহীনতার ফলে বনে আগুন ধরে, এতে বনের ব্যাপক ক্ষতি সাধন হয়। সরজমিন পরিদর্শন ও বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে এটি সুস্পষ্ট, এই জরিপ কার্যক্রমের ফলে সংরক্ষিত বন ও এর আশেপাশের এলাকায় জীববৈচিত্র ও বসবাসকারী জনগণের ক্ষয়ক্ষতি হচ্ছে। শেভরনের এই কার্যক্রমের ফলে সারাদেশব্যাপী জনগণের মাঝে ব্যাপক উৎকন্ঠা সৃষ্টি হয়েছে।
 
তারা বলেন, সংরক্ষিত লাউয়াছড়া উদ্যান আমাদের অমূল্য সম্পদ। দেশের আইন ও নীতিমালা ভঙ্গ করে কারা দেশের এই বিরল সম্পত্তিতে জরিপ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে তা আমাদের জন্য বিস্ময়ের। রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের সাহস তারা কিভাবে পায় তাও বোধগম্য নয়। আয়োজকরা এই উদ্যান রক্ষায় অনতিবিলম্বে শেভরনের ত্রিমাত্রিক জরিপ কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রতিশ্র“ত শর্ত ভঙ্গের কারণে তাদের চুক্তি বাতিল ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করেন।
 
দেশের সকল ব্যাক্তি ও সংগঠন কে দেশের সস্পদ বাঁচানোর আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছে পবা। ছাত্র, শিক্ষক, রাজনীতিবীদ, উন্নয়নকর্মী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের জনগণকে স্বাক্ষর সংগ্রহ করে পরিবেশ বাাঁচাও আন্দোলনের কার্য্যালয়, ৫৮/১ কলাবাগান ১ম লেন এই ঠিকানায় প্রেরণের অনুরোধ করা হয়েছে। যে কোন তথ্যের জন্য ০১৬৭২৫১১৩৬৬ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।