জামালপুর টু ঢাকা আরো দু’টি আন্ত:নগর একটি কৃষিপণ্যবাহী ট্রেন চালু

ঐতিহ্যবাহী জামালপুর জেলা দীর্ঘকাল যাবৎ সার্বিক দিক দিয়ে চরমভাবে অবহেলিত-উপেক্ষিত। এই জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনযোগে যাতায়াত করে থাকে। যাত্রী অনুপাতে ট্রেনের সংখ্যা কম হওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। তাছাড়া এই জেলা থেকে শত শত টন কৃষিপণ্য রাজধানীতে সড়কপথে সরবরাহ করা হয়ে থাকে। সড়কপথে অধিক ভাড়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব থাকায় কৃষকেরা উপযুক্ত মূল্য হতে বঞ্চিত হচ্ছে। এতে কৃষকগণ অর্থনৈতিকভাবে বিপর্যসত এবং প্রানিতক জীবন কাটাচ্ছে। যাতায়াতের এই দূর্ভোগ কমাতে এবং ঢাকায় কৃষিপন্যের মূল্য হ্রাসে অবিলম্বে অন-ত আরও ২ টি আন-:নগর ও ১ টি কৃষিপণ্যবাহী ট্রেন চালু করা জরুরী। আজ ১১ ফেব্র্বয়ারী ২০১২, শনিবার, সকাল ১১ টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে উক্ত দাবী জানানো হয়।

মানব বন্ধন ও সআবেশে জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়না, পবা’র প্রোগ্রাম অফিসার আতিক মোর্শেদ, ট্রেড ইউনিয়ন মহানগরের সাধারণ সম্পাদক আসলাম খান, সিপিবির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আহসান হাবীব লাবলু, ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান, পীস ফাউন্ডেশন জামালপুর শাখার প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন সোহাগ, জামালপুরের বিশিষ্ট সমাজ কর্মী খন্দকার হাফিজুর রহমান বাদশা, কবি আলী জহির প্রমূখ। এছাড়াও স্কুল, কলেজের ছাএছাএীসহ সর্বস-রের শত শত মানুষ এতে অংশগ্রহন করে।   

মানববন্ধন থেকে জানানো হয়- প্রয়োজনের তুলনায় কম ট্রেন থাকায় জামালপুরের সরিষাবাড়ি ও দেওয়ানগঞ্জ লাইনের ট্রেনের যাত্রীদের প্রতিনিয়ত অসহনীয় যন্ত্রণার শিকার হতে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও টিকিট পাওয়া যায় না। সময়মত ট্রেন না পাওয়ায় বাধ্য হয়ে অধিক ভাড়ায় অন্যান্য মাধ্যমে চলাচল করতে হয়।  তাছাড়া এই লাইনের ট্রেনগুলোর যাত্রীসেবার মান খুবই নিন্মমানের। সেই সাথে জামালপুর থেকে প্রচুর পরিমাণ কৃষিপন্য ঢাকায় সরবরাহ করা হয়ে থাকে। এই সমসত কৃষিপণ্য এলাকার কৃষক শ্রমিকদের চরম কষ্ট ও ঘামের ফসল এবং যা চলমান মূল্যস্ফীতির বিপরীতে ইতিবাচক ভ´মিকা রেখে চলেছে। কিন´ রেলপথে পরিবহনের সুবিধা না থাকায় নানা হয়রানিসহ বেশি খরচে সড়ক পথে সরবরাহ করতে হচ্ছে। এতে কৃষকগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস´ হচ্ছেন এবং জেলাগুলো থেকে রেলে কৃষিপন্য পরিবহনের সুবিধা না থাকায় ঢাকায় দ্রব্যমূল্য বাড়ছে।

নবগ� িত রেল মন্ত্রণালয়ের কাছে জামালপুরবাসীর দাবী-
১.    জনসাধারণের যাতায়াতের বিড়ম্বনা কমাতে অন-ত আরও ২ টি আন-:নগর ট্রেন অবিলম্বে চালু করা
২.    দেশের চলমান মূল্যস্ফীতি কমাতে জেলাগুলো থেকে মহানগরী ঢাকায় ট্রেনে মালামাল পরিবহনের তড়িৎ ব্যবস´া গ্রহণ করা বিশেষ করে জামালপুর টু ঢাকা কৃষিপণ্যবাহী ট্রেন শীঘ্রই চালু করা
৩.    যাত্রীদের সুবিধা অনুযায়ী ট্রেনের সময়সূচী নির্ধারণ করা এবং তা কার্যকর করা ।
৪.    যমুনা সেতুর পূর্ব পার্শ্বের সাথে তারাকান্দি পর্র্যন- নবনির্মিত রেললাইনে ট্রেন চলাচল দ্রুত কার্যকর করা
৫.    দেওয়ানগঞ্জের সাথে উত্তরবঙ্গের বন্ধ থাকা রেল যোগাযোগ পুণরায় চালু করা
৬.    টয়লেটসহ বগিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
৭.    পর্যাপ্ত লাইট, সিট সংস্কারসহ যাত্রীসেবা বৃদ্ধি করা