হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও অব্যবস্থাপনা দূর করা জরুরী
রোগ নিরাময় ও স্বাস্থ্য সেবার উন্নয়নে হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও এর অব্যবস্থাপনা দূর করতে জোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ ১২ জানুয়ারী ২০১৩, সকাল-১১টা, পবা কার্যালয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর যৌথ আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে উক্ত অভিমত ব্যক্ত করা হয়।

বিএমএ এর সাবেক পরিচালক ডা: রশিদ ই মাহবুবের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন হেলফ এন্ড হোপের পরিচালক ডা: লেলিন চৌধুরী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, ডিএসকে এর নির্বাহী পরিচালক ডা: দিবালোক সিংহ, পবার সম্পাদক আসলাম খান, পীসের মহাসচিব ও পবা’র নির্বাহী সদস্য ইফমা হোসাইন, পবার নির্বাহী সদস্য ড. প্রণব কুমার সরকার, চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেকচারার স্থপতি সজল চৌধুরী। বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং পবার সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান। 

 গোলটেবিল বৈঠক থেকে নিন্মোক্ত সুপারিশসমূহ করা হয়-
ক্স    হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনিস্টিক সেন্টার সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।
ক্স    হাসপাতালের পরিস্কার-পরিচছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় স্ট্যান্ডার্ড প্রনয়ণ করা প্রয়োজন। 
ক্স    হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টার-এ পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।
ক্স    হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনিস্টিক সেন্টার-এ যানজট নিয়ন্ত্রণ করা।
ক্স    সরকারি হাসপাতালের চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। 
ক্স    আবাসিক ও বাণিজ্যিক ভবন হতে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনিস্টিক সেন্টার স্থানান্তরকরণ।
ক্স    হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনিস্টিক সেন্টার-এর জন্য নকশাকৃত ভবনে এগুলো স্থাপন।
ক্স    হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনিস্টিক সেন্টার-এর নকশা প্রনয়ণের ক্ষেত্রে যন্ত্রপাতির অবস্থান ও ঝুকি, রোগীর প্রত্যাশিত সেবা সুবিধাদি এবং স্বাস্থ্য কর্মীদের ঝুকি হ্রাসের বিষয়াদি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
ক্স    দুর্যোগ মোকাবেলায় হাসপাতালে কার্যকর ব্যবস্থা নিশ্চিতকরণ।