যাত্রী দূর্ভোগ ও সড়ক দূর্ঘটনা কমাতে বৃহত্তর ময়মনসিংহ লাইনে পর্যাপ্ত আন্ত:নগর ট্রেন চালু কর

নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর তথা বৃহত্তর ময়মনসিংহ লাইনের রেল যাতায়াতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। যাত্রী অনুপাতে ট্রেনের সংখ্যা কম হওয়ায় প্রতিদিন গাদাগাদি করে ট্রেনে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিনের দাবী থাকা সত্ত্বেও নেত্রকোনার মোহনগঞ্জ লাইনে এখনো পর্যন্ত কোন আন্ত:নগর ট্রেন চালু করা হয়নি। একইভাবে তারাকান্দি থেকে ভূঁয়াপুর পর্যন্ত নবনির্মিত লাইন বহুদিন পর উদ্বোধন করা হলেও কোন আন্ত:নগর ট্রেন দেয়া হয়নি। অবহেলিত বৃহত্তর ময়মনসিংহবাসীর দাবী যাতায়াতে দুর্ভোগ লাঘবে অবিলম্বে বৃহত্তর ময়মনসিংহ লাইনে পর্যাপ্ত আন্ত:নগর ট্রেন চালু করা হোক। আজ ১৩ জুলাই ২০১২, শুক্রবার, সকাল ১১ টায় ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ইউনাইটেড পীস ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে উক্ত দাবী জানানো হয়। 

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়নার, পবা’র কো-অর্ডিনেটর আতিক মোর্শেদ, ইউনাইটেড পীস ফাউন্ডেশন নেত্রকোনা জেলার প্রেসিডেন্ট জহিরুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সিপিবির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিল্লাত, আ স ম জাকিরুল আলম রাজিব, বিশিষ্ঠ সাংবাদিক আতাউল করিম খোকন, এডভোকেট হাবিবুজ্জামান খুররম প্রমুখ। এছাড়াও নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীসহ শত শত মানুষ এতে অংশগ্রহণ করে।

মানববন্ধন থেকে জানানো হয়, বিপুল জনগোষ্ঠীর জন্য অল্প সংখ্যক ট্রেন বরাদ্দ থাকায় ময়মনসিংহ লাইনের ষ্টেশনগুলোতে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও টিকিট পাওয়া যায় না। আবার সময়মত ট্রেন না পাওয়ায় বাধ্য হয়ে অধিক ভাড়ায় অন্যান্য মাধ্যমে চলাচল করতে হয়। সেই সাথে এই লাইনের ট্রেনগুলোর যাত্রীসেবার মান খুবই নিন্মমানের। টয়লেটগুলো নোংরা অপরিষ্কার থাকায় দূর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো বগিতে। টয়লেটে পর্যাপ্ত পানিও থাকে না। ভাংগাচোরা সিট, অপর্যাপ্ত লাইট এবং নিয়মিত পরিষ্কার না করায় যাত্রীদের সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাতায়াতের এই দূর্ভোগ কমাতে অবিলম্বে পর্যাপ্ত ইন্টারসিটি ট্রেন চালু করা এবং যাত্রী সেবার মান উন্নত করা এখন বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রাণের দাবী। 
তাছাড়া বৃহত্তর ময়মনসিংহ থেকে প্রচুর কৃষিপন্য ঢাকায় সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু রেলপথে পরিবহনের সুবিধা না থাকায় নানা হয়রানিসহ বেশি খরচে সড়ক পথে সরবরাহ করতে হচ্ছে। এতে কৃষকগণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং জেলাগুলো থেকে রেলে কৃষিপন্য পরিবহনের সুবিধা না থাকায় ঢাকায় দ্রব্যমূল্য বাড়ছে। 

বৃহত্তর ময়মনসিংহবাসীর দাবী-
১.    মোহনগঞ্জ টু ঢাকা অবিলম্বে ২টি আন্ত:নগর ট্রেন চালু করা
২.    নবনির্মিত তারাকান্দি হতে ভূয়াপুর লাইনে তারাকান্দি টু ঢাকা অন্ত:ত ২ টি আন্ত:নগর ট্রেন চালু করা
৩.    দেওয়ানগঞ্জের সাথে উত্তরবঙ্গের বন্ধ থাকা রেল যোগাযোগ পুণরায় চালু করা
৪.    ঢাকায় কৃষিপণ্যের মূল্য হ্রাসে এবং বৃহত্তর ময়মনসিংহ সহ সারা দেশে কৃষিপণ্যবাহী ট্রেন চালু করা
৫.    যাত্রীদের সুবিধা অনুযায়ী ট্রেনের সময়সূচী নির্ধারণ করা এবং তা কার্যকর করা । 
৬.    টয়লেটসহ বগিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
৭.    পর্যাপ্ত লাইট, সিট সংস্কারসহ যাত্রীসেবা বৃদ্ধি করা
৮.    রেলের জনপ্রিয়তা হ্রাসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা