পর্যাপ্ত ও মানসম্মত পাবলিক টয়লেট চাই

মহানগরী ঢাকার অধিকাংশ মানুষ কর্মস্থলে অর্থাৎ অফিস আদালতে বা ব্যবসা প্রতিষ্ঠানে এবং শিশু ও ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় অবস্থান করছে। এসমস্ত প্রতিষ্ঠানের প্রায় অধিকাংশগুলোতেই যে টয়লেট রয়েছে তা ব্যবহার অনুপযোগী ও অপর্যাপ্ত। যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতির উপর। তাই অবিলম্বে জনসমাগমস্থল ও প্রতিষ্ঠানে পর্যাপ্ত এবং মানসম্মত টয়লেট স্থাপন জরুরী। ১৯ মার্চ ২০১২, সোমবার, সকাল ১১:০০ টায় ঢাবির চারুকলা ইনস্টিটিউটের সামনে  পরিবেশ বাঁচাও আন্দোলন পবা-র আয়োজনে এবং  বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি) এর অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা উক্ত দাবী জানান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পীসের মহাসচিব ইফমা হোসেন, পবার সম্পাদক সাবিনা নাঈম, মোরশেদ আলম শিশির, পবার প্রোগ্রাম অফিসার আতিক মোর্শেদ, বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মো: মাহবুল হক,  ইআইআর এর পরিচালক এলহাম হক খুকু, এশিয়া হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, মুসলিম যুব সংঘের মো: আকবর আলী প্রমুখ   । 
মানববন্ধন থেকে জানানো হয়, অধিকাংশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় অধিক সংখ্যক ছাত্র/ছাত্রীর জন্য অল্প কিছু সংখ্যক টয়লেটের ব্যবস্থা থাকে, যা ছাত্র/ছাত্রীর সংখ্যার তুলনায় অত্যন্ত নগন্য। তাছাড়া প্রধান সড়কের পাশে, লঞ্চ-রেল-বাস টার্মিনাল, হাসপাতাল ইত্যাদি জনসমাগমপূর্ন জায়গা, সভাস্থল, পাবলিক হল, খেলার মাঠ, বাজার, সিনেমা হল, ঐতিহ্যবাহী স্থানেও পর্যাপ্ত টয়লেটের অভাবে ও সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় অধিকাংশ মানুষ রাস্তার আশেপাশে যত্রতত্র মলমুত্র ত্যাগ করতে বাধ্য  হচ্ছে। বিশেষ করে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনের তুলনায় কম টয়লেট থাকায় এবং অপরিচ্ছন্নতার কারণে মেয়েরা টয়লেট ব্যবহার করছে না এবং  ঘরের বাইরে অবস্থাকালীন সময়ে টয়লেট ব্যবহার করতে হবে ভেবে মেয়েরা কম পরিমাণে পানি পান করছে এবং দীর্ঘক্ষণ প্রস্রাব আটকিয়ে রাখছে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে বা ধরে রাখলে মূত্র থলিতে ব্যথা ও কষ্ট অনুভূত হতে পারে এবং ঘন ঘন “প্রদাহ” (ইনফেকশন) হতে পারে। পুরুষের তুলনায় মহিলাদের মূত্র নালী/থলিতে, কিডনীতে প্রদাহ ও ‘এনাল ফিশার’ এর প্রকোপ বেশি। অল্প বয়স থেকেই পানি কম পান করার কারণে মেয়েরা বড় হয়েও পেটের নানান রোগে ভুগছে। 
 সর্বোপরি পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব রোধে পাবলিক টয়লেট বিষয়ে আমাদের দাবী-
পাবলিক টয়লেট বিষয়ক সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হোক। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী স্থান, বাস-রেল-লঞ্চ টার্মিনাল, হাসপাতাল খেলার মাঠ, সিনেমা হল, পাবলিক হল, সভাস্থল, গোরস্থান, অস্থায়ী বাজার ইত্যাদি স্থানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা হোক। রেল, নৌ ও অন্যান্য পরিবহনের পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নত করা হোক। সরকারী ও বেসরকারী উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রচার মাধ্যমে পাবলিক টয়লেট ব্যবহার বিষয়ে প্রচারণা বৃদ্ধি ও প্রতিটি জেলা শহরের জনসংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট উপযুক্ত স্থানে স্থাপন করা হোক। প্রতিটি টয়লেটে পানি, সাবান, তোয়ালে, টয়লেট পেপার ইত্যাদির পর্যাপ্ত পরিমান নিশ্চিত করা এবং ষ্টেডিয়াম, ইজতেমা ময়দানসহ অন্যান্য অস্থায়ী স্থানে যেখানে জনসমাগম বেশী সেখানে “মোবাইল টয়লেট” এর ব্যবস্থা করা হোক। পাবলিক টয়লেট নোংরা, অপরিচ্ছন্ন এবং অন্যান্য সুবিধা না থাকার প্রেক্ষিতে ইজারা বাতিল বা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহন করা হোক।