ঢাকার কমিউনিটি সেন্টারগুলো সামাজিকীকরণে ভূমিকা রাখতে অসফল পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত

ঢাকার কমিউনিটি সেন্টারগুলো সামাজিকীকরণে ভূমিকা রাখতে অসফল
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত

সামাজিক বন্ধন, সমাজের অবক্ষয় রোধে এবং সুষ্ঠু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজীকিকরণের তীব্র অভাব পরিলক্ষিত হয় নাগরিক জীবনে। সামাজিকভাবে এক অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমারা ক্রমশই। সমাজের এই সঙ্কট উত্তরণে, একটি এলাকা সর্বপরী একটি সমাজের সুস্থ বিকাশে কমিউনিটি সেন্টারগুলো মানুষের সামাজীকিকরণ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খেলাধুলা ও সুস্থ আড্ডার একটি আদর্শ কেন্দ্র হতে পারে। আজ ০৭ ডিসেম্বর ২০১০ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে “সুস্থ সমাজ গঠনে কমিউনিটি সেন্টারের ভূমিকা” শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।