ভবনের ছাদে বৃক্ষায়ন পাল্টে দিবে আমাদের পরিবেশ।

ভবনের ছাদে বৃক্ষায়ন পাল্টে দিবে আমাদের পরিবেশ।

উন্নয়নের নামে অপরিকল্পিত আবাসন আর রাস্তাঘাট নির্মাণের ফলে কমে যাচ্ছে উন্মুক্ত স্থান এবং তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে বৃক্ষরাজি। এত করে মহানগরীর তাপমাত্রা দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে। বিশুদ্ধ অক্সিজেনের যোগান কমছে। যেহেতু ঢাকায় উন্মুক্ত স্থানের যথেষ্ট অভাব রয়েছে যে কারণে ভূমিতে বৃক্ষায়নের সুযোগ কম  এ অবস্থায় ভবনের ছাদে বাগান  করে  পাল্টে দেওয়া সম্ভব ঢাকার পরিবেশ। ২২ মে ২০১০ সকাল ১১:০০ টায় পরিবেশ বাচাও আন্দোলনের ও সুইট গার্ডেন হেভেন এর উদ্যোগে রুফ গার্ডেনিং প্রশিক্ষণ উদ্বোধন ও পরিদর্শন শেষে বক্তারা এই কথা বলেন। 

কর্মসূচীর উদ্বোধন করেন পরিবেশ বাচাও আন্দোলনের চেয়ারম্যন আবু নাসের খান; অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুফ গার্ডেনের উদ্্েযাক্তা মোসাদ্দেক আহমেদ পলাশ, পবার সাবিনা নাঈম, গাজী লুৎফুল কবীর সুমন, ক্ষীরোদ রায়, পীযূষ কান্তি সাহা প্রমুখ। 

 আবু নাসের খান বলেন, ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে ঢাকা শহর ধীরে ধীরে হট চেম্বারে পরিণত হচ্ছে। কিন্তু একটু উদ্যোগী হলেই আমরা  ইটের বস্তি ঢাকাকে বাগানে পরিণত করতে পারি। ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে ঢাকা মহানগরী আশংকাজনক হারে বৃক্ষশূণ্য হয়ে আসছে  ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। ঢাকার তাপমাত্রা বাড়ছে, জীববৈচিত্র বিনষ্ট হচ্ছে। তাছাড়া ছাদে বাগান থাকলে পরিবারের একটি বিনোদনের জায়গাও গড়ে উঠে ও সবার মধ্যে মানসিক প্রশান্তি এনে দেয়। বাচ্চাদের গাছপালা ও পশুপাখির প্রতিও ভালবাসা বাড়ে।

বক্তারা বলেন, মোসাদ্দেক আহমেদ পলাশ এর  এই সফল উদ্যোগ যদি আমরা সবাই গ্রহণ করি তবে ঢাকা শহরের সকল ভবনের ছাদ সবুজ হয়ে উঠবে নানা রকম বৃক্ষরাজিতে যা পাল্টে দেবে শহরের দু:সহ পরিবেশ।