রাজউকের কর্মকান্ড সংবিধান পরিপন্থী

রাজউক পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন মনিটরিং বাদ দিয়ে নিজেই বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ এবং প্লট বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের মাঝে প্লট বরাদ্দ দিচ্ছে। যা সংবিধান পরিপন্থী। অবৈধ সুযোগ পেতে বেড়ে গেছে সুবিধাভোগীদের দৌরাত্ব এবং রাজউক হয়ে উঠেছে দুর্নীতির বড় আখড়া। একটি বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজউকের কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন মনিটরিং এ দুটোর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। তাই নগরবিদ, পরিকল্পনাবিদ, স্থপতিসহ বিভিন্ন পেশাজীবিদের প্রাধান্য দিয়ে রাজউকের পরিচালনা পর্ষদ ঢেলে সাজাতে হবে। আজ ১২ এপ্রিল ২০১৪, শনিবার, সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন। 

বক্তারা বলেন, নগর পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাজউকের ভূমিকা না থাকায় বাসস্থান, যাতায়াত, বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মৌলিক ও প্রয়োজনীয় চাহিদা পুরণে নাগরিকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঢাকা আজ বিশ্বে বসবাসের অযোগ্য নগরীর মধ্যে শীর্ষে স্থান পেয়েছে। বিত্তবান ও প্রভাবশালীদের প্লট নিশ্চিত করা নয় পরিকল্পিত উন্নয়নে মনোনিবেশ করাই রাজউকের প্রধান কাজ হওয়া উচিত। 

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের আলোকে বক্তব্য রাখেন পবার যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো: আবদুস সোবহান। বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ঠ আইনজ্ঞ ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্রাচার্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এর সভাপতি আবু সাঈদ আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সাবেক ভাইস প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মো: শওকত আলি খান, বুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের সাবেক ডীন প্রফেসর রোখসানা হাফিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো: আখতার মাহমুদ, টিইউসির সাধারণ সম্পাদক ডা: ওয়াজেদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান  সেলিম প্রমুখ। 

বৈঠক থেকে বলা হয়, শহরের জীবনযাত্রার মান, সামাজিক এবং পারিপার্শ্বিক অবকাঠামো, নগরীর ভবিষ্যত শৃংখলা ফিরিয়ে আনা, বিস্তার, উন্নত শাসন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে বাহ্যিক এরিয়া নিয়ন্ত্রণ রাজউকের প্রধান কাজ হওয়া উচিত। অথচ রাজউকের প্রকল্পের তালিকা দেখলে দেখা যাবে রাজউক অতীতে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমান ও ভবিষ্যতের জন্যও তাদের বিশাল এক প্রকল্পের তালিকা রয়েছে। এ সকল তালিকার মধ্যে রয়েছে আবাসিক প্লট, রাস্তা তৈরি, পার্ক তৈরি, ব্রিজ তৈরি, এপার্টমেন্ট তৈরি, পার্কিং তৈরি, স্যাটেলাইট সিটি তৈরিসহ নানা প্রকল্প। রাজউকের মানব সম্পদের একটি বড় অংশ ব্যয় হচ্ছে এই সকল কর্মকান্ডের জন্য। সরকারের অন্যান্য সংস্থাগুলো বিভিন্ন কার্যক্রমের সাথে নগর উন্নয়ন পরিকল্পনার সমন্বয় সাধন এই সংস্থার দায়িত্ব হলেও এক্ষেত্রে সংস্থাটি ব্যর্থ হচ্ছে। 

সুপারিশসমূহ
১.    পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন মনিটরিং ছাড়া রাজউককে অন্য কোন ক্ষমতা দেয়া যাবে না এবং নগরবিদ, পরিকল্পনাবিদ, স্থপতিসহ বিভিন্ন পেশাজীবিদের প্রাধান্য দিয়ে রাজউকের পরিচালনা পর্ষদ ঢেলে সাজাতে হবে।
২.    রাজউকের সকল প্রকার স্যাটেলাইট সিটি, ফ্ল্যাট, প্লট, হাউজিং প্রকল্প (বাণিজ্য) বন্ধ করতে হবে।
৩.    স্যাটেলাইট সিটির পরিবর্তে আশেপাশের জেলাগুলোর সাথে ঢাকার রেল ও নৌ যোগাযোগ স্থাপনে পরিকল্পনা গ্রহণ।
৪.    ইমারত নির্মাণ আইন, ১৯৫২, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উম্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ প্রতিপালন করা।
৫.    বেসরকারি আবাসিক প্রকল্পের ক্রেতাদের স্বাথর্ রক্ষায় রাজউকের আরও দায়িত্বশীল হতে হবে।
৬.    প্রকৌশলী, নগরপরিকল্পনাবিদসহ পর্যাপ্ত লোকবল নিয়োগ ও বাজেটে অর্থের বরাদ্দ বৃদ্ধি করা।
৭.    দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের শাস্তির আওতায় আনা।
৮.    বেসরকারি আবাসিক প্রকল্পগুলোর বেআইনী ও অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
৯.    ঢাকা শহরের আগামি ১০০ বছরের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করা।