পথচারীর জন্য ফুটপাত নেই, ফুটপাতের বর্তমান অবস্থা পরিদর্শন পদযাত্রা শেষে পবার অভিমত

যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানী, অবকাঠামো সকল কিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াত মাধ্যম। বিশ্বের উন্নত দেশসমূহে “হাঁটা প্রধান” যাতায়াত নীতি অনুসরণ করা হয়। বাংলাদেশেও “জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩” “পথচারীর অগ্রাধিকার” বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হলেও বাস্তবে তার অগ্রগতি নেই। ঢাকা শহরে পথচারীর নিরাপত্তায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানার লক্ষ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। অথচ আজ ২৭ নভেম্বর ২০১৪ তারিখ সকাল ১১টায় কলাবাগান পবা অফিস থেকে সাইন্সল্যাব পর্যন্ত ফুটপাতের বর্তমান অবস্থা পরিদর্শনের জন্য পদযাত্রা কর্মসূচীতে দেখা যায় ফুটপাতগুলোতে পথচারীদের জন্য হাটার পরিবেশ নেই। 

পরিদর্শন পদযাত্রা থেকে দেখা যায়, কলাবাগান মিরপুর রোড়ের রাস্তার মার্কেটের সামনে ফুটপাত বন্ধ করে প্রাইভেটকার রাখা হয়েছে। কলাবাগান ৮নং খেলার মাঠের সামনে, ৭নং রোড়ে ক্যাপিটাল মার্কেটের সামনে এবং ধানমন্ডি ৬ নং রোড়ে ধানমন্ডি থানার  বিলবোর্ড ফুটপাতের মাঝখানে দেয়া হয়েছে। ধানমন্ডি ৭ নং রোড় থেকে ১ নং রোড় পর্যন্ত দুপাশের রাস্তায় মার্কেট, ব্যাংক, হাসপাতালের সামনে সম্পূর্ণ ফুটপাত দখল করে সারিবদ্ধ গাড়ি রাখা হয়েছে। সেই সাথে ভাংগাচোরা ফুটপাত, মোটরসাইকেল পার্কিং, দোকানের ভ্যানসহ নানা প্রতিবন্ধকতায় ফুটপাতে হাঁটার পরিবেশ নেই। 

পবার নেতৃবৃন্দরা জানান, ঢাকা শহরে হেঁটে ৩৭% যাতায়াত হয়। হাঁটার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ না থাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে পথচারীদের সংখ্যাই বেশি। অপর্যাপ্ত, নিম্নমানের হাঁটার অনুপযোগী ফুটপাত এবং রাস্তা পারাপারের তেমন কোন ব্যবস্থা না থাকায় পথচারীদের আগ্রহ থাকার পরও তারা হাটতে পারছে না। পথচারীদের হাঁটার পরিবেশ না থাকায় বাধ্য হয়ে তাদেরকে রাস্তা ব্যবহার করতে হচ্ছে। বাংলাদেশে “জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩” “পথচারীর অগ্রাধিকার” বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা সত্ত্বেও পথচারীদের সুবিধা সৃষ্টিতে বিশেষ করে প্রতিবন্ধি ব্যক্তি, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও মালামাল বহনকারীদের জন্য উল্লেখযোগ্য কোন পদক্ষেপ না নিয়ে বর্তমানে পুলিশের অভিযান পথচারীর অধিকার খর্ব করছে। 

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে পরিদর্শন টিমে  অংশ নেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান, ডাব্লিউবিবির পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, পরিবহন বিশেষজ্ঞ মারুফ রহমান, সমাজকর্মী মনজুর হাসান দিলু, খাদ্য বিষ প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, পবার সহ-সম্পাদক মো: সেলিম, নির্বাহী সদস্য কাজী এনায়েত হোসেন, বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মো: মাহবুল হক প্রমুখ।