বিশুদ্ধ খাদ্য আইন বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসকের সাথে পবা টিমের মিটিং
২১ জানুয়ারী ২০১৩, সকাল ১১ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসকের কার্যালয়ে বিশুদ্ধ খাদ্য আইন বাস্তবায়ন বিষয়ে ডিসিসির ভূমিকা বিষয়ে পবার মিটিং অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পবার সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান। তিনি তার বক্তব্যে খাদ্যে ভেজাল ও বিষের ব্যাপকতা, বিশুদ্ধ খাদ্য আইনের আলোকে ডিসিসির ভূমিকা এবং বাস্তব চিত্র তুলে ধরেন। মিটিং এ উপস্থিত ছিলেন, ডিসিসি দক্ষিণের প্রশাসক মো: নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: আবদুল্লাহ-আল-হারুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো: এনামূল হক ও ডিসিসির নির্বাহী মেজিষ্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, পবার সহ-সম্পাদক নাহিদ নাসরিন, নির্বাহী সদস্য রিফাত জামান প্রমুখ।

মিটিং থেকে নিন্মোক্ত আলোচনা ও সিদ্ধান্ত হয়-
১. ডিসিসি বাজার কমিটিগুলোর সাথে জরুরী ভিত্তিতে মিটিং করবে
২. ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিশেষ বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রশাসক মহোদয় স্বশরীরে উপস্থিত থাকবেন।
৩. ভ্রাম্যমান আদালত জরিমানা/বন্ধের পাশাপাশি ২ বছরের কারাদণ্ড প্রদানের বিধান কার্যকর করবে।
 ৪. এ মুহূর্তে ডিসিসির ক্যালসিয়াম কার্বাইড টেস্টের সক্ষমতা না থাকায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এ উদ্যোগে পবা কারিগরী সহায়তা প্রদান করবে। 
৫. খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার দূর করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করে তোলা।
৬. ভেজাল বিরোধী অভিযান পরিচালনা ও তদারকিতে ডিসিসির লোকবল সংকট রয়েছে
৭. কেবল খাদ্য বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক মেজিষ্ট্রেট নিয়োগ দেয়া 
৮. ডিসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় সহায়তা দরকার।
৯. বিদেশ থেকে আমদানিকৃত  ফলমূল, মাছ, সবজি, দুধ, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী বাংলাদেশে প্রবেশের সময় বন্দর এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়/কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা।
১০. খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারের ব্যাপারে ডিসিসি তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে। 
১১. খাদ্যের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ডিসিসি পরিবেশ অধিদপ্তর, পারমাণবিক শক্তি কমিশন ও বিসিএসআইআর এর সহায়তা চাইবে