বিজয় পরিবেশ উৎসবের আহবান পরিবেশকে গুরুত্ব দিয়ে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে
বিজয়ের মাসে পরিবেশবাদী সংগঠনসমূহের সমন্বয়ে পরিবেশ বিষয়ক দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে আজ ৩১ ডিসেম্বর ২০১৬, সকাল ১০টা হতে বিজয় পরিবেশ উৎসব শুরু হয়। দূষণমুক্ত বাহন হিসেবে রাস্তায় সাইকেলকে প্রাধান্য দেয়ার আহবান জানিয়ে বর্ণাঢ়্য সাইকেল র‌্যালীর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি খিলগাঁওস্থ পল্লীমা সংসদ হতে শুরু হয়ে খিলগাঁও ফ্লাইওভার ও বিশ্বরোড় হয়ে পল্লীমা সংসদে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংগঠনসমূহের নিজস্ব পরিবেশ সম্পর্কিত ভাবনা উপস্থাপনের মাধ্যমে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দেয়ার আহবান জানান। প্রাণ ও প্রকৃতির ডকুমেন্টারী প্রদর্শনী, বিরল প্রজাতির ধানবীজ প্রদর্শনী, পরিবেশ স্টল, কুইজ ও শিশুদের বৃক্ষ চেনা প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও পরিবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সেমিনারে বক্তারা বলেন-অপরিকল্পিত ও বেপরোয়া উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে চলেছি। দূষণের এই লাগাম যদি টেনে না ধরা যায় তবে আমাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হবে। পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য-চিকিৎসা, নগরায়ন তথা সার্বিক উন্নয়ন কর্মকান্ডে পরিবেশের উপর কি প্রভাব পড়বে তা গভীরভাবে বিবেচনায় নিতে হবে। এর মধ্য দিয়েই একটি পরিবেশবান্ধব সুন্দর দেশ আমরা উপহার পাব।
 
পল্লীমা গ্রীণের সভাপতি আনিসুর রহমান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মু. হাফিজুর রহমান ময়না, বারসিকের সমন্বয়কারী গবেষক পাভেল পার্থ, ডাব্লিউবিবির প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, পল্লীমা সংসদের সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান হাফিজ, বাপার যুগ্ম-সম্পাদক শরীফ জামিল, পল্লীমা গ্রীণের সদস্য সচিব আনিসুল হোসেন তারেক, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমেদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুরবুস, বিজিআরএম এর সাধারণ সম্পাদক হায়দার আলী, ইয়ুথ সানের সভাপতি মাকিবুল হাসান বাপ্পী প্রমুখ।