গাছের মড়ক এর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করণে সমন্বিত গবেষণা ও উদ্যোগ প্রয়োজন
মহামারী আকারে দেশের বিভিন্ন জায়গায় গাছের মড়ক লেগেছে। পরিবেশগত বিপর্যয় এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় গাছের মড়ক রোধের কারণ উদ্ঘাটন এবং তার প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরী। ২৪ এপ্রিল ২০১১ রবিবার, সকাল ১০:৩০ টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর উদ্যোগে “মহামারী আকারে গাছের মড়ক ঃ কারণ ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা উক্ত অভিমত দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল আজিজ এর সভাপতিত্বে  গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ড. এম. আর. খান, উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা; পবার চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা বিশ্বদ্যিালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোহাম্মদ উল্লাহ; প্রানিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরজাহান সরকার, তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁঞা, জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ড. এম. এ. বাশার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. রোখসানা হাফিজ, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটের ডিভিশনাল অফিসার মো: রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞবৃন্দ আলোচনায় অংশ নেন। গোলটেবিল বৈঠকের প্রারম্ভিক মূল বক্তব্য উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম ।

মূল প্রবন্ধ এবং আলোচনা থেকে গাছেÍ মড়ক এবং মড়ক রোধে  কি করণীয় নিন্মলিখিত সম্ভাব্য তথ্য পাওয়া যায় 
ক. ভূগর্ভস্থ পানির স্তর গাছের শিকড়ের নাগালের বাইরে যাওয়া 
খ. ভূগর্ভস্থ পানি পেলেও তা আর্সেনিক, কপার, ক্যাডমিয়াম, দস্তা, কীটনাশক পদার্থ ইত্যাদি দ্বারা দূষিত যা উদ্ভি¢দ শুষণ করে নিলে উদ্ভিদ দেহের অনেক শরীরতত্ত্বীয় বা বিপাকীয় পরিবর্তন ঘটে (প্রয়োজনীয় খাদ্য রস গ্রহণ করতে পারেনা) এবং গাছের মৃত্যু ঘটে। পরবর্তীতে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদিরও আক্রমণ ঘটে। 
গ. বায়বীয় পরিবেশে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বেড়ে  যায় এবং বৃষ্টি ও পানির সঙ্গে মিশে (এসিড় বৃষ্টি) হয়ে মাটির অম্লতা বৃদ্ধি পেয়ে গাছ মারা যায়। 
ঘ. ভীন দেশীয় গাছ যেমন ইউক্যালিপটাস প্রচুর পানি শুষে নেয় যা অনবরত প্রশ্বেদনের মাধ্যমে ছেড়ে দেয়। ফলে মাটি শুষ্ক হয়ে যায়। 
ঙ. শিশু গাছের ক্ষেত্রে রোগাক্রাান্ত গাছে চংবঁফড়সড়হধং  নামক এক ধরণের ব্যাকটেরিয়া পাওয়া যায় যা এর মড়কের কারণ হিসেবে ধারণা করা হয়। 
চ. ঢাকা বা অন্যান্য বড় শহর কংক্রীটে আচ্ছাদিত ফলে বৃষ্টির পানি নিচের  দিকে যেতে পারেনা ফলে কৃত্তিম খরার সৃষ্টি হয় ও গাছ মারা যায়। 
ছ. সর্বোপরি গাছের আশপাশের সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়া মড়কের প্রধান কারণ। 
মড়ক রোধ করণীয় 
১. ভূগর্ভস্থ পানির উচ্চতা বাড়াতে হবে যাতে খরা মৌসুমে গাছের শিকড়ের নাগালে পানি থাকে। মনে রাখতে হবে মাটিতে পানি ছাড়া উদ্ভিদ খাদ্য রস গ্রহণ করতে পারে না, গাছ মারা যায় 
২. সকল নদীনালা দূষণ মুক্ত রাখতে হবে যাতে দূষিত পানি চুইয়ে ভূগর্ভস্থ পানিতে না মিশে যায় 
৩. দেশীয় গাছগাছড়া লাগাতে হবে
৪. গাছের পরিচর্যা বাঞ্চনীয়
৫. গাছের আশেপাশের সহনীয় পরিবেশ রাখতে হবে। 
৬. ইরড়ফরাবৎংরঃু ডড়ৎশরহম এৎড়ঁঢ়/ঝড়পরবঃু এর মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা করা যেতে পারে।