হাওড় উন্নয়নের লক্ষ্যে জাতীয় কমিটি গঠন
পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে
হাওড় উন্নয়নের লক্ষ্যে জাতীয় কমিটি গঠন
 
হাওড়ের জনজীবন, প্রকৃতি-পরিবেশ সহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি সমন্বিত কার্যক্রমের লক্ষ্যে হাওড় অধ্যুষিত ৭ টি জেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গকে নিয়ে “জাতীয় হাওড় পর্ষদ” নামে একটি ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন হয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর তত্বাবধানে গঠিত উক্ত কমিটি এর  আহ্বায়ক দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক রাহাত খান, যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট নাট্যশিল্পী ঝুনা চৌধুরী, সদস্য সচিব কামাল পাশা চৌধুরী এবং যুগ্ম-সচিব আতিক রহমান খান পূর্নিয়া। ৫ ফেব্র“ুয়ারী বিকেল ৩:৩০ মি: জাতীয় প্রেস ক্লাবের ছোট হল রুমে পবা’র উদ্যোগে অনুষ্ঠিত ‘হাওড় বাঁচাওÑহাওড়বাসীকে বাঁচাও’ শ্লোগানের আলোচনা সভার মাধ্যমে উক্ত জাতীয় কমিটির প্রকাশ ঘটে।
 
বছরের অর্ধেক সময় হাওড়ে থাকে স্বচ্ছ মিঠাপানির সুবিশাল মজুদ যা কখনও জমে থেকে দূষিত হয়না, প্রতিবার মাছ, পলি, আর সেচের যোগান দিয়ে চলে যায় সাগরে; পুনর্বার ফিরে আসে পরিশুদ্ধ হয়ে। গ্রীষ্মমন্ডলীয় উষ্ণতা ও প্রাকৃতিক খাদ্য ভান্ডার প্রতি শীতে আমন্ত্রণ করে আনে ঝাঁকে ঝাঁকে ভিনদেশী শীতার্ত পাখিকে। প্রকৃতির এই অবারিত দান গোটা বিশ্বে বিরল। হাওরের মানুষ আজন্ম সংগ্রামী। তারা প্রতিনিয়ত লড়াই করছে দুর্যোগের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে নয়। বরং প্রকৃতির উপযুক্ত সন্তান হিসেবে সহাবস্থান করে অনাদি কাল বেঁচে আছে এবং বাঁচিয়ে রেখেছে তাদের জীবন ধারণের উৎস প্রকৃতিমাতা হাওরকে।
 
অথচ এই হাওর আজ বিপন্ন। বিপন্ন হাওরের বৃক্ষ, লতা-গুল্ম, মাছ, জল, পশু, পাখি, সরীসৃপ, কীট-পতঙ্গ, সর্বোপরি মানুষ-তার জীবন ও সংস্কৃতি। তথাকথিত আধুনিকতার আগ্রাসন, রাজনৈতিক অপসংস্কৃতি, প্রসাশনিক অবহেলা, নানা মহলের অর্থলোলুপতা, অসাধুতা, কূপমন্ডুকতা এবং মুর্খতার কারণে দেশের এই অনুপম সম্পদ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় হাওরকে রক্ষা করা আজ সমগ্র জাতির কর্তব্যই শুধু নয়; অলঙ্ঘনীয় দায়িত্ব। 
এই লক্ষ্যে পবা সকল শ্রেনীর মানুষকে নিয়ে হাওড়ের সার্বিক কল্যাণার্থে একটি জাতীয় কমিটি করার পরিকল্পনা গ্রহণ করে। এই কমিটির কাজ হবে হাওড়ের সমস্যা চিহ্নিত করে প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক টিম গঠন করা এবং সেই টিম সে বিষয়ের সুপারিশমালা তৈরি এবং সেই সুপারিশমালা নীতি নির্ধারনী পর্যায়ে জাতীয় কমিটির মাধ্যমে হস্তান্ত এবং বাস্তবায়নে সরকারকে সার্বিক সহায়তা প্রদান করা।