ডিসিসিকে পবার লিগ্যাল নোটিশ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা মহানগরীতে পথচারীদের নিরাপদ যাতায়ত নিশ্চিত করতে জেব্রা ক্রসিং, পথচারী সিগন্যাল ও সাইন স্থাপন করতে ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী পথচারীদের জন্য এসব বাস্তবায়নের জন্য উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে পবার চেয়্যারম্যান আবু নাসের খানের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বুধবার (০৩ ডিসেম্বর) এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকার অধিকাংশ রাস্তায় পথচারী পারাপারে জেব্রা ক্রসিং নেই। অনেক স্থানেই জেব্রা ক্রসিংগুলোর রং উঠে গেছে। এছাড়া জ্রেবা ক্রসিং শুরুর আগে ও পরে প্রতিবন্ধকতা রয়েছে।

পথচারী পারাপারে কোনো সিগন্যাল নেই। অধিকাংশ বাড়ি ও মার্কেটের মালিক গাড়ি প্রবেশের জন্য ফুটপাত ভেঙে নিজস্ব পথ তৈরি করেছেন। ফলে ফুটপাতে সমান্তরাল যাতায়াত সম্ভব হচ্ছে না। 

পথচারীদের জন্য প্রণীত আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত না হওয়ায়, প্রতিনিয়ত সাধারণ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও পরিবহন নীতিমালায় পথচারীদের অগ্রাধিকার প্রদান, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পথচারীদের ফুটপাতে ওঠানামা সহজতর করতে ৠাম্প সংস্থান, ট্রাফিক সিগন্যালগুলোতে পথচারীদের অগ্রাধিকার প্রদানের কথা বলা হয়েছে। 

রাজধানীতে মোট দুঘর্টনার ৭২ শতাংশই পথচারীরা শিকার হন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।

http://www.banglanews24.com/national/news/345844/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6