এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার হুমকিতে বাংলাদেশের জনস্বাস্থ্য’
অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিক ব্যবহারের কারণে বাংলাদেশের মানুষ ও প্রাণিকে সুপার-বাগের হুমকির সম্মুখীন হতে হবে। ইদানীং এন্টিবায়োটিক ওষুধের অতিরিক্ত ব্যবহারের ফলেই এই ব্যাকটেরিয়ার (সুপার-বাগ) সংক্রমণ ঠেকাতে অধিকাংশ ওষুধই ব্যর্থ হচ্ছে। জানা গিয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়ার ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের ৬০ শতাংশই এন্টিবায়োটিক প্রতিরোধী। আগামীতে বাংলাদেশসহ বিশে^র অনেক দেশকে এই এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার চ্যালেঞ্জ চরমভাবে মোকাবেলা করতে হবে। আজ ১৭ নভেম্বর ২০১৮, শনিবার, সকাল ১১.০০টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত “এন্টিবায়োটিক প্রতিরোধী ‘সুপার-বাগ’ : ঝুঁকিতে জনস্বাস্থ্য”-শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
ঢাবি’র ফার্মেসি অনুষদের সাবেক ডীন প্রফেসর এ বি এম ফারুক-এর সভাপতিত্বে উক্ত গোলটেবিল বৈঠকের আলোচনার সূত্রপাত করেন ডা. ফারিজা ফাইরোজ। বক্তব্য রাখেন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, পবা’র যুগ্ম সাধারন সম্পাদক ডা. লেলিন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক ডা. মু. মুশতাক হোসেন, বি সি এস আই আর –এর সাবেক পরিচালক অধ্যাপক ড. কে এম ফরমুজুল হক, পবা’র সম্পাদক এম এ ওয়াহেদ, বানিপা’র সভাপতি প্রকৌ. মোহাম্মদ আনোয়ার হোসেন, পবা’র সদস্য মুস্তারি বেগম, এলিজা রহমান প্রমুখ।