শিশুুদের খেলা, বৃদ্ধদের বিশ্রাম ও সর্বস্তরের মানুষের জন্য খিলগাঁও চৌধুরীপাড়ার আবাসিক এলাকার শিশু উদ্যান উন্মুক্ত করণের দাবী
শিশুুদের খেলা, বৃদ্ধদের বিশ্রাম ও সর্বস্তরের মানুষের জন্য
খিলগাঁও চৌধুরীপাড়ার আবাসিক এলাকার শিশু উদ্যান উন্মুক্ত করণের দাবী
 
ভূমিদস্যুদের দৌরাত্ব তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অন্য সময়ের চেয়েও কোন অংশে কম নয়। তারা সময়ের সুযোগ বুঝে অত্যান্ত সুচারুভাবে তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার পরিবর্তনের ফাঁকে নানা আইনের অপব্যাক্ষা করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার খোলা জায়গা/উদ্যান দখলের অশুভ পায়তারা চালিয়ে যাচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর ২০০৮ শনিবার, সকাল ১০:০০ টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), খিলগাাঁও সামাজিক সংস্থা এর যৌথ উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভিআইপি লাউঞ্জে ‘খিলগাঁও চৌধুরীপাড়ার আবাসিক এলাকার শিশু উদ্যান দখল বন্ধ কর’ দাবীতে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, পবা এর চেয়ারম্যান আবু নাসের খান, প্রাক্তন হুইপ আবু সাঈদ খান, স্বনামধন্য সঙ্গীতশিল্পী ফকির আলমগীর, প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসান, মূল বক্তব্য উপস্থাপন  করেন খিলগাঁও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক মু. হাফিজুর রহমান ময়না এবং সম্মেলনে সভাপতিত্ব করেন খিলগাঁও সামাজিক সংস্থার সভাপতি জনাব মনির হোসেন খান।
 
খিলগাঁও চৌধুরীপাড়া আবাসিক এলাকার ২৩ নং ওয়ার্ডের ৪৮ বছরের শিশু উদ্যানটি গত ৩১ জানুয়ারী ২০০৭ আনসার ও ভিডিপি বাহিনী দখল করে নিয়েছে। উদ্যানটি এলাকাবাসীর ছেলেমেয়েদের খেলাধুলা, বৃদ্ধদের সকাল-বিকাল হাঁটা-চলা, সামাজিক কর্মকান্ড, চিত্ত-বিনোদন এবং ঈদের নামাজের জন্য ব্যবহার হচ্ছিল। এটি দখল করে প্রথমে টিন দিয়ে এবং পরে ইটের প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। এলাকাবাসী শুরু থেকেই এ দখলের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল। যখন স্থায়ীভাবে ইটের প্রাচীর দেওয়ার কাজ শুরু করে তখন এলাবাসী প্রতিবাদ জানালে এলাকাবাসীর সাথে অপ্রিতিকর ঘটনার সুত্রপাত হয় এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। খিলগাঁও আবাসিক এলাকাটি ১৯৬০ সালে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল এবং ১৯৬১ সালে নগর পরিকল্পনার মাস্টার প্লানেও এই শিশু উদ্যানটি দেখানো আছে। মাস্টার প্ল্যানে থাকার পরেও এটিকে দখলকরণে সকলেই হতবাক হয়েছে এবং সেই সাথে এ উদ্যানটিকে অচিরেই অবমুক্ত করা হোক এ দাবী এলাকাবাসী সহ সকলের। 
 
আজকের সংবাদ সম্মেলনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত সূধী ও এলাকাবাসীর কন্ঠে প্রতিদ্ধনি হয় যে, এ শিশু উদ্যানটি এভাবে দখল করা মানে আমাদের ভবিষ্যত প্রজন্মকে একধরণের প্রঙ্গু করে দেওয়া। কারণ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খোলা জায়গা অত্যন্ত প্রয়োজন। দিন দিন ঢাকা শহরে খোলা জায়গা কমে যাবার ফলে শিশুরা হারাবে তাদের সুস্থ মানসিক বিকাশ। আর আমরা হারাবো সুন্দর-সুস্থ আগামী প্রজন্ম। এ বাস্তবতায় আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শিশু উদ্যানটি রক্ষা করণে প্রয়োজনে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে। 
গতকালের সংবাদ সম্মেলনের সভাপতি আগামী ২০ সেপ্টেম্বর ২০০৮ সকাল ১০:০০ টায় খিলগাঁও শিশু উদ্যানে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করেন এবং বিভিন্ন সংগঠনকে এ আন্দোলনে সম্পৃক্ত হতে আমন্ত্রণ জানানো হয়।