আবাসিক এলাকা হতে শিল্প কারখানার অপসারণ চাই
আবাসিক এলাকা হতে শিল্প কারখানার অপসারণ চাই
 
আবাসিক এলাকায় ফ্যাক্টরি স্থাপন করা যাবেনা এবং যে সকল ফ্যাক্টরী আছে তা অপসারণ করতে হবে। কারখানার মেশিনের শব্দের কবল থেকে জনসাধারণকে বাঁচাও। দাবীতে আজ ২১শে নভেম্বর শনিবার, সকাল ১১ টায় সাভার উপজেলা কমপ্লেক্র, গেন্ডা বাসষ্ট্যন্ডে, গেন্ডা, সাভার পৌরসভার এলাকাবাসী এবং পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) এর উদ্যোগে আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
ঢাকার অদুরে সাভার এলাকাকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে আবাসিক এলাকা হতে সকল প্রকার শিল্প কারখানা সরিয়ে নেওয়া সহ নতুন কোন শিল্প কারখানা যাতে উক্ত আবাসিক এলাকায় কারখানা স্থাপনের অনুমোদন না পায় বা কেহ স্থাপন করতে না পারে সেই লক্ষে এবং বিগত সময়ে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডে অবৈধ ভাবে গড়ে উঠা একটি শিল্প কারখানা “খন্দকার এসোসিয়েট্স” স্থাপনা কাজ আরম্ভের সময় মলিক পক্ষ এখানে মেয়েদের টেইলারিং স্কুল স্থাপন করবেন বলে এলাকাবাসীকে জানান। পরবর্তিতে ছোট আকারের ফ্যাক্টরি এবং আস্তে আস্তে বিশাল আকারের শিল্প-কারখানা গড়ে উঠে। বেশির ভাগ বড় আকারের কাজই তারা রাতের অন্ধকারে করেন এমন কি ফ্যাক্টরির মূল মেসিনটি তাহারা মধ্য রাতে ফ্যাক্টরিতে ঢুকিয়ে রাতারাতি দেয়াল দিয়ে আটকিয়ে দেন যাহা এলাকা বাসির সহিত প্রতারনার সামিল। বর্তমানে ফ্যাক্টরিটি ২৪ ঘন্টা চলছে। কারখানার মেশিনের শব্দে জনজিবন অতিষ্ট হয়ে পড়ছে। বিশেষ করে রাতের বেলায় শব্দের প্রসার বেশি হওয়ায় পাশ্ববর্র্তি বাসিন্দারা শান্তিতে ঘুমাতে পারছেন না এবং ছেলেমেয়েদের লেখাপড়ার অস্বাভাবিক বিঘœ ঘটছে। এখানে উল্লেখ্য যে মেসিন চলাকালিন সময়ে আসেপাশের বাড়িতে কম্পন সৃষ্টি হয় যাহা পরিবেশ ও স্বাস্থের জন্য ক্ষতিকর। শিল্প কারখানার কর্মরত শ্রমিক, কারখানার শব্দ, ধূয়া নানাবিধ উপদ্রব আমাদের পারিবারিক পরিবেশ সম্পূর্ন নষ্ট করছে। বিশেষ করে স্ত্রী কন্যাসহ মহিলাদের নিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। 
 
অবিলম্বে “খন্দকার এসোসিয়েট্স” কারখানাটি আবাসিক এলাকা হতে অপসারণ করতে হবে। একটি কারখানার জন্য হাজার হাজার মানুষের জীবন ও পরিবেশের ব্যপক ক্ষতি এলাকাবাসীর কাম্য নয়।   
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাভার স্থানীয় সংসদ সদস্য জনাব তৌহিদ জং মুরাদ, সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধ; সচেতন নাগরিক কমিটি’র খন্দকার ম হামিদ রনজু, পবা’র কেন্দ্রীয় কমিটির সহ: সম্পাদক সাগিরুজ্জামান শাকীক-তৌফিকুর রহমান সেন্টুÑইবনুল সাঈদ রানা, আশরাফ উদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন জাহিদ হোসেন। এছাড়াও স্থানীয় অসংখ্য সর্বসাধারণ মানববন্ধনে অংশগ্রহন করেন।