সিক্কাটুলি পুকুর দখল ও ভরাট চক্রান্ত বন্ধ কর
সিক্কাটুলি পুকুর দখল ও ভরাট চক্রান্ত বন্ধ কর 
 
পুরান ঢাকার শত বছরের ঐতিহ্যের সাক্ষী সিক্কাটুলী পুকুর এ অঞ্চলের একমাত্র পুকুর এবং দীর্ঘদিন ধরে আশপাশের অসংখ্য মানুষ পুকুরটিতে গোসল, ছেলেমেয়েদের সাঁতারকাটা সহ নিত্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে আসছে। এই পুকুরটি এলাকার বর্ষামৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করে ও ভূগর্ভস্থ পানির পুনঃভরণে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে চলেছে। তাছাড়া অত্র এলাকায় অগ্নিকান্ডের মতো দূর্যোগের সময় এ পুকুরটির পানিই মূল ভরসা এবং পরিবেশের সার্বিক ভারসাম্য রক্ষায় এলাকা ভিত্তিক একটি পুকুর আশির্বাদ হিসেবে অবদান রাখে। কিন্তু কিছু ভূমিদস্যু এই ঐতিহাসিক পুকুরটি ব্যক্তি মালিকানায় নিয়ে ভরাট করে বিল্ডিং করার পায়তারা চালাচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ, পরিবেশ বিধ্বংসী এবং শাস্তিযোগ্য অপরাধ।
 
এক সময় ঢাকা মহানগরীতে প্রচুর জলাধার, পুকুর, খাল-নালায় পরিপূর্ন ছিল। শিরা উপশিরার মত খাল ছিল প্রায় অর্ধ শতাধিক। অপরিকল্পিতভাবে নগরায়ন ও ভূমি আগ্রাসনের ফলে এসব জলাভূমিগুলো বিশেষ করে পুকুরগুলি ভরাটের কারণে ক্রমাগত বিলিন হতে হতে আজ একবারে শেষ প্রান্তে। ঢাকা শহরের বাড়ছে জনসংখ্যা, বৃদ্ধি পাচ্ছে পানির চাহিদা। এই বাড়ন্ত চাহিদা মেটাতে প্রতিদিন বসানো হচ্ছে অসংখ্য গভীর নলকুপ। ঢাকার অভ্যন্তরের পুকুর, খাল, ডোবা-নালাগুলি ভরাট করে শুধুই বিল্ডিং এবং ইট-পাথরের কংক্রিট বিছানোর ফলে বৃষ্টির পানি তা ভেদ করে মাটির তলদেশে প্রবেশ করতে না পারায় পানির পুন:ভরণ হচ্ছে না। ঢাকা শহরের পানির চাহিদার ৯০ শতাংশ মিটছে গভীর নলকুপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে। গবেষণা মতে প্রতি বছর ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নামছে ৫-৬ মিটার। যদি ঢাকার পুকুর ও খাল সংরক্ষণ করা হতো তাহলে আজ পানির জন্য মানুষকে অসহনীয় দূর্ভোগে পোহাতে হতো না। বিদেশ হতে অনেক কিছুই আমদানী করা সম্ভব কিন্তু আমাদের প্রতিদিনের প্রয়োজনিয় পানি আমদানি কোনভাবেই সম্ভব নয়। ফলে ঢাকা শহরে যেসমস্ত পুকুর-খাল এখনও অবশিষ্ট আছে তা সংরক্ষণ করার কোন বিকল্প নাই এবং সকল ধরণের দখলকারীদের ভয়াবহ শাস্তি প্রদান করা জরুরী হয়ে পড়েছে।     
 
সিক্কাটুলীর এই পুকুর দখলের প্রচেষ্টা ‘জলাধার সংরক্ষণ আইন’ ২০০০ এর সুস্পষ্ট লঙ্ঘন। কোন জলাধারের প্রকৃতি পরিবর্তন করা যাবেনা যা জলাধার আইনে উল্লেখ আছে। তাহলে কোন শক্তি বলে এ ধরণের ভূমিদস্যুরা আমাদের সার্বিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করতে তৎপর হচ্ছে? তাই অবিলম্বে: ১. পুরান ঢাকার সিক্কাটুলি পুকুরটি দখল-ভরাট প্রক্রিয়া বন্ধ করতে হবে; ২. পুকুর ভরাটকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; ৩. পুকুরটি সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করতে হবে; ৪. পুকুরের সামনের ময়লার স্তুপ পরিস্কার ও ডাস্টবিন অপসারণ করেতে হবে।