ঢাকার চারপাশের নদীগুলোসহ শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই
ঢাকার চারপাশের নদীগুলোসহ শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ 
ও দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই 
 
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর দীর্ঘ আন্দোলনের ফলে ২০০৮ সালে সরকারের হস্তক্ষেপে বুড়িগঙ্গা পাড়ের শুভাঢ্যা খালটির উভয় পাশের অধিকাংশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে খালটি দখলমুক্ত হয়। কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল ইতোমধ্যে নতুন করে খালটি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। এ অবস্থায় খালটিকে পূর্ণ দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা সহ সকল দখলদার ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ২৯ জুলাই ২০১০, বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ কালিগঞ্জ বাজার শুভাঢ্যা খাল জোড়া ব্রীজ এর সামনের খেয়াঘাটে এক জনসমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়। উক্ত জনসমাবেশে উপস্থিত ছিলেন- পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, লোকসঙ্গীত সম্রাট কুদ্দুস বয়াতী, পবার সহ সাধারণ সম্পাদক গাজী লুৎফুল কবীর সুমন, আতিক মোর্শেদ, স্থানীয় ব্যবসায়ী ফরহাদ হোসেন সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য জনসাধারণ।  
 
আবু নাসের খান বলেনÑ অপরিকল্পিত নগরায়নসহ ভূমিদস্যুদের বেপরোয়া কার্যক্রমে বিলীন হতে চলেছে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৩ টি খালসহ ঢাকা মহানগরীর অসংখ্য খাল। স্বাধীনতার পর থেকে মাত্র তিন যুগের ব্যবধানে ২৫টি খাল বিলুপ্ত হয়েছে। আরো যে ১৮ টি খালের অস্তিত্ব আছে তা ক্রমশ সংকুচিত হচ্ছে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা খালটি দখল ও ভরাট হতে হতে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে গত ছয়-সাত বছর ধরে কোন নৌকা চলাচল করতে পারতো না। ময়লা, আবর্জনার দূর্গন্ধে ঐ স্থানে যাওয়া যেত না। এছাড়া খালের পাড়ে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ স্থাপনা। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং বুড়িগঙ্গা ও শুভাঢ্যা খাল পাড়ের সর্বসাধারণের অকুন্ঠ সমর্থন এবং সহযোগীতার ফলে সরকার কর্তৃক কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল উদ্ধার হয়েছিল। খালটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী সহ সকলেই আন্তরিকভাবে এ কার্যক্রমের প্রশংসা করেছিল। কিন্তু বর্তমানে আবার দখলের কবলে পড়েছে এ খালটি। উদ্ধার হওয়া শুভাঢ্যা খালের ইতোমধ্যে বিভিন্ন জায়গা ভরাট করে পাকাপাকি ভাবে মার্কেট নির্মাণ করে ব্যক্তিগত ভাবে দখল করে নিয়েছে ভূমিদস্যুরা।
 
সরকারের নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষনের অভাবে উদ্ধার করা কেরাণীগঞ্জের শুভাঢ্যা খালটি পুনরায় দখল হয়ে যাচ্ছে। পাল্ল¬া দিয়ে ভরাট-দখল করছে খাল পাড়ের স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু ও স্বার্থান্বেষী মহল। যে সকল ব্যক্তি খাল দখল ও ভরাট করছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে খালগুলোকে রক্ষায় সরকারকে পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী। খালটি যাতে পুনরায় নৌ যোগাযোগের উপযুক্ত করে ব্যবসায়ী ও সর্বসাধারণ যাতে পন্য আনা নেওয়া করতে পারে তার উপযুক্ত ব্যবস্থা করা জরুরী। ঢাকা শহরের ভিতরের ও চারপাশের খালগুলো রক্ষা এবং সচল করতে না পারলে আগামী দিনে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 
সমাবেশে দাবী জানানো হয়-
* শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনাসমূহ অবিলম্বে উচ্ছেদ করে খালের জায়গা খালকে ফিরিয়ে দিতে হবে।
* অবৈধ দখলদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
* খালের জায়গায় নতুন করে যাতে কোন স্থাপনা গড়ে উঠতে পারে তার ব্যবস্থা নিতে হবে।