ময়মনসিংহের পরিবেশসম্মত উন্নয়নে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে

অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাংলাদেশ দ্রুত নগরায়নের দিকে যাচ্ছে। নগর পরিকল্পনায় পরিবেশের বিষয়টি যথাযথভাবে গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ময়মনসিংহ ভৌগলিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, দাবী রয়েছে একে দেশের দ্বিতীয় রাজধানী করার। গুরুত্ববাহী ময়মনসিংহের পরিবেশসম্মত উন্নয়নে স্থানীয় জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা জরুরী। আজ ২৯ নভেম্বর ২০১৪ তারিখ বিকাল ৩টায়, জেলা আইনজীবি সমিতির শহীদ আমিনুল হক অডিটরিয়ামে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, ময়মনসিংহ নাগরিক আন্দোলন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর যৌথ উদ্যোগে “ময়মনসিংহের পরিবেশসম্মত উন্নয়নে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে উক্ত অভিমত ব্যক্ত করা হয়।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, পবার সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, পবার সম্পাদক ড. হালিম দাদ খান, সহ-সম্পাদক মো: শহীদুল্লাহ, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, পৌরসভা মেয়র ইকরামুল হক টিটু, এডভোকেট আনোয়ারুল হক প্রমুখ। 

গোলটেবিল বৈঠক থেকে নি¤েœাক্ত দাবী জানানো হয়-
১.    ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে আধুনিক পরিবেশসম্মত উন্নয়নে অবিলম্বে মাষ্টারপ্ল্যান প্রণয়ন করা।
২.    প্রথাগত উন্নয়নের বিপরীতে মানুষকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম গ্রহণ। জনসাধারণের জন্য যেসব উপাদান দরকার যেমন-পার্ক, খেলার মাঠ, উদ্যান তা পর্যাপ্ত রাখা।
৩.    খাল, বিল, নদী সংরক্ষণ করে উন্নয়ন পরিকল্পনা করা।
৪.    শিশু, বয়স্কদের বিনোদন ও হাটা চলার জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করা
৫.    প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা
৬.    ব্রক্ষ্মপুত্র নদের দখল-দূষণ রোধ করে এর প্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং নদীর সাথে খাল, বিল ও জলাধারের সংযোগ ঠিক রাখা।
৭.    বন রক্ষায় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ।
৮.    ময়মনসিংহের পানি নিষ্কাষণ ও সুয়ারেজ সিস্টেম উন্নত করা
৯.    শহরের অভ্যন্তরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।
১০.    গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা
১১.    ট্রেন সার্ভিস উন্নত করা ও ঢাকা-ময়মনসিংহ  ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও রেলের মাস্টার প্ল্যানে ঢাকা-ময়মনসিয়হ চতুর্থ লাইন অন্তর্ভূক্ত করা
১২.    যানজট নিয়ন্ত্রণে রাস্তা দখলমুক্ত করা
১৩.    পয়:বর্জ্য ও গৃহস্থালি বর্জ্যের ব্যবস্থাপনা গড়ে তোলতে পরিকল্পনা প্রণয়ন করা।
১৪.    শহরের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।