বহুতল ভবনে আগুন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে

বৈঠকে বক্তারা বলেন, আগুন বহুতল ভবনের অন্যান্য ঝুকি হ্রাসে সমন্বিত নীতিমালার ভিত্তিতে বহুতল ভবনের অনুমোদন দেওয়া বহুতল ভবনের নকশা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক ছাড়করণের পর নির্মাণ ও অনুমতি সাপেক্ষে ব্যবহারের জন্য চালু করা,বহুতল ভবনের সামনে যথেষ্ট পরিমানে ফাকা জায়গা রাখা প্রয়োজন। 

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সৈয়দ মাহবুবুর আলম তাহিন। আলোচনায় অংশ নেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এএমএম শফিউল্লাহ, ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সাবেক সভাপতি ড, শামসুল ওয়ারেস, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান ড. শাহিদা রহমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক শাকিল-বিন কাশেম, পবার চেয়ারম্যান আবু নাসের খান, ফায়ার সাভিসের উপ পরিচালক আবদুস সালাম প্রমুখ।