মোবাইল কোর্টই যথেষ্ট নয় ইফতারিসহ খাদ্য ভেজাল ও বিষাক্তকারীদের চাই সর্বোচ্চ শাস্তি

পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলন, গণমাধ্যমের ভূমিকা, মহামান্য হাইকোর্টের দিক নির্দেশনা, প্রশাসনের পদক্ষেপ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনার ফলে মৌসুমী ফল বিশেষ করে আমে ফরমালিনের ব্যবহার কমেছে। শিশু খাদ্যসহ ফল-মূল, শাক-সবজি, মাছ- মাংস, দুধ, মিষ্টি, প্যাকেটজাত খাদ্য ও পানীয়সহ প্রায় সব ধরনের খাবারে উৎপাদন পর্যায় থেকে বাজারজাতকরণ ও খাদ্যগ্রহণ পর্যন্ত স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার হচ্ছে। জনগণকে ভেজাল ও বিষমুক্ত খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার করেও ভেজাল ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে সক্ষম হয়নি। তাই মোবাইল কোর্টই এসমস্যা সমাধানে যথেষ্ট নয়। বিষাক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে কোটি কোটি মানুষ অসুস্থ হচ্ছে এমনকি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে যা নিরব গণহত্যার সামিল। তাই মোবাইল কোর্টের পাশাপাশি সংশ্লিষ্ট আইনসমূহের কঠোর প্রয়োগ, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রদান, বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আজ ১০ মে ২০১৯, শুক্রবার, সকাল ১১.০০ টায় চকবাজার জামে মসজিদের সামনে ‘মোবাইল কোর্টই যথেষ্ট নয়; ইফতারিসহ খাদ্য ভেজাল ও বিষাক্তকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে’- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) ও পল্লীমা গ্রীণ-সহ ১৫টি সমমনা সংগঠনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)-এর সভাপতি ও পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, পল্লীমা গ্রীণ-এর চেয়ারম্যান মো. লুৎফর রহমান, বানিপা’র সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ, পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক আউয়াল কামরুজ্জামান ফরিদ, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি মো. আমির হাসান মাসুদ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, সুবন্ধন সমাজ কল্যাণ সংগঠন-এর সভাপতি মো. হাবিবুর রহমান, বিসিএইচআরডি’র নির্বাহী পরিচালক মাহবুল হক, সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মেনন চৌধুরী, সচেতন নগরবাসীর সভাপতি জি এম রোস্তম খান, নাসফের সহ-সম্পাদক মো. সেলিম, সাব্বির আহমেদ হাজরা, বাংলাদেশ সাইক্লিং ও হাঁটা জোটের নির্বাহী সদস্য মো. নিশু সাদেক, পল্লীমা গ্রীণ-এর সাধারণ সম্পাদক সোলাইমান খান, স্থপতি জুবাইদা গুলশান আরা, সামাজিক সংগঠক রাজিয়া সামাদ প্রমুখ।