ওয়াসার নিজস্ব ল্যাবে পরীক্ষাকৃত পানির মানের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ কর

রাজধানীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বছরের অধিকাংশ সময়ই এ সংকট থাকলেও গরমকালে সেটি আরও ভয়াবহ রূপধারণ করে। গ্রাহকদের অভিযোগ ওয়াসার পানি মারাত্মক দূর্গন্ধযুক্ত, ঘোলাটে ও ময়লায় ভরা। এমন পানি না ফুঁটিয়ে পান করা সম্পূর্ণ অনিরাপদ হওয়ায় তারা পানি ফুঁটিয়ে পান করছেন (যদিও ফুঁটানোর পরও দূর্গন্ধ থেকেই যায়)। এই বিষয়টিকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল ২০১৯ টিআইবি’র একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুঁটিয়ে পান করেন। বাসাবাড়িতে এই পানি ফোঁটাতে বছরে ৩৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ঘনমিটার গ্যাস পোড়াতে হয়। এতে আম-জনতার খরচ হয় ৩৩২ কোটি ৩৭ লাখ টাকা। সম্প্রতি টিআইবি’র উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির গুণগত মানের সমালোচনা তুঙ্গে।
এরই প্রেক্ষাপটে অদ্য ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, সকাল ১১.০০ টায় কাওরান বাজারস্থ ওয়াসা ভবনের সামনে ওয়াসার নিজস্ব ল্যাবে পরীক্ষাকৃত পানির মানের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবিতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সহ সমমনা সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধনে পবার চেয়ারম্যান জনাব আবু নাসের খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্টামফোর্ট বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. কামরুজ্জামান, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের (বানিপা) সভাপতি প্রকৌ. মোহাম্মদ আনোয়ার হোসেন,নাগরিক সমাজের আহব্বায়ক মহিউদ্দিন আহমেদ, বিসিএইচআরডি এর নির্বাহী মাহবুব হক, পবার অর্গানাইজার ও সবুজ ছাতা হেল্থ কেয়ার লি. এর এমডি মো: শরিফ্জ্জুামান খান সাঈদ প্রমূখ।