বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট, দখল ও দূষণমুক্ত কর

বেপরোয়া দখল-ভরাট এবং ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের ফলে বুড়িগঙ্গার আদি চ্যানেল এখন মৃত প্রায়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও ঢাকার প্রাণস্বরূপ বুড়িগঙ্গার আদি চ্যানেল পুণরুদ্ধারে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন কিছু উচ্ছেদ অভিযান ছাড়া আর কিছু হয়নি। যা আদি চ্যানেল উদ্ধারে কোন কাজে আসেনি। মহানগরী ঢাকার জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুড়িগঙ্গার এই আদি চ্যানেলের সরকারি বেসরকারি সকল দখল অবিলম্বে উচ্ছেদ করে বুড়িগঙ্গা আদি চ্যানেল পুণরুদ্ধার করা হোক। আজ ২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, সকাল ১০.৩০ টায় পুরানঢাকাস্থ নবাবগঞ্জ পার্ক সংলগ্ন বেরিবাঁধে, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) , নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)-সহ মোট ১৩টি সংগঠনের যৌথ উদ্যোগে ‘বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট, দখল ও দূষণমুক্ত কর’-দাবীতে মানববন্ধনে বক্তারা উক্ত দাবী জানান।

নাসফ-এর সাধারন সম্পাদক মো: তৈয়ব আলীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পবার সম্পাদক এম.এ ওয়াহেদ, পরিবেশ আন্দোলন মঞ্চে’র সভাপতি আমির হাসান মাসুদ, বানিপা’র সভাপতি প্রকৌ. মো. আনোয়ার হোসেন, সুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: হাবিবুর রহমান, সচেতন নগরবাসী সংগঠনের সভাপতি জি.এম রোস্তম খান, নাসফ-এর সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান, সহ-সম্পাদক অলিভা পারভীন, বাংলাদেশ সাইক্লিং ও হাঁটা জোট-এর নির্বাহী সদস্য মো. নিশু সাদেক, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি উম্মে সালমা, পশ্চিম রসুলপুর ওয়েল ফেয়ার সোসাইটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, অরুনোদয়ের তরুণ দল-এর সভাপতি শহিদুল ইসলাম বাবু, বাংলাদেশ যুব সমিতির সভাপতি মো. আকতার হোসেন, ঘাদানিক-এর সমন্বয়ক মো. আব্দুল্লাহ, পবা’র সদস্য এলিজা রহমান, গ্রীণ ফোর্সের সদস্য মো. মেহেদী, মো. কামরুজ্জামান, পরিবেশ আন্দোলন মঞ্চের সদস্য মুহাম্মদ ফারুক হোসেন, প্রমুখ। বাবু- প্রতিষ্ঠাতা সভাপতি অরুণাদয়ের তরুণ দল।