নিকুঞ্জ লেক ভরাট বন্ধ কর

নিকুঞ্জ লেক ভরাট বন্ধ কর

নিকুঞ্জ-১ দক্ষিণ আবাসিক এলাকায় উত্তর পশ্চিমে নিকুঞ্জ লেক নামে একটি সুন্দর জলাশয় ছিল। বিগত তত্বাবধায়ক সরকারের সময় ইভেন্স গ্র“প নামে একটি প্রভাবশালী প্রতিষ্ঠান এবং অন্যান্য ভূমিদস্যুরা মিলে জলাশয়ের উত্তর অংশ থেকে ক্রমেই ভরাট করে আসছে । অথচ নিকুঞ্জ -১ দক্ষিণ ও নিকুঞ্জ -২ দুটি আবাসিক এলাকার বৃষ্টির সমুদয় পানি এই জলাশয়ে জমা হয়। জলাশয়ের প্রায় ৩৩ শতাংশ ভরাট করায় নিকুঞ্জ দক্ষিণ আবাসিক এলাকায় উত্তরাংশে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবৈধভাবে জলাশয় ভরাট বন্ধ করা এবং ভরাট অংশ পুণরূদ্ধার করা না গেলে এলাকার নিরাপত্তা, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ দারূণভাবে বিঘিœত হবে। ৩০ মে ২০১০, রবিবার নিকুঞ্জ-১ নং গেট (বিশ্বরোড বাস ষ্ট্যান্ড সংলগ্ন) এর সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নিকুঞ্জ (দক্ষিন) আবাসিক এলাকা কল্যাণ সমিতি ‘নিকুঞ্জ লেক ভরাট বন্ধ কর’ শীর্ষক মানববন্ধনে এ কথাগুলো বলা হয়।