আমলীগোলা বালুঘাট খেলার মাঠসহ পুরানো ঢাকার খেলার মাঠগুলো কর্তৃপক্ষ উদ্ধারে ব্যর্থ হলে পবা এলা
ভয়াবহ জলাবদ্ধতা, শিশুপার্ক-খেলার মাঠগুলোর অব্যাহত দখলে ক্রমেই বিপর্যয়ের দিকে যাচ্ছে পৃুরানো ঢাকার পরিবেশ।  অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আড়তের পচাঁ আবর্জনা, দূষিত শিল্পবর্জ্যরে দূষণসহ বিভিন্ন পরিবেশগত ও নাগরিক সমস্যার সমাধানে বিভিন্ন সময়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে আহবান জানানো হয়, কিন্তু তাতে কোন ফল পাওয়া যায়নি। এমতাবস্থায় আমলীগোলা বালুঘাট খেলার মাঠসহ পুরানো ঢাকার খেলার মাঠ শিশূপার্ক উদ্ধারে সরকার ব্যর্থ হলে পবার নেতৃত্বে এলাকাবাসী খেলার মাঠ উদ্ধার করবে। ০৮ এপ্রিল ২০১১, শুক্রবার বিকাল ০৩:০০ টায় লালবাগ থানাধীন আমলীগোলা বালুঘাটে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর নেতৃত্বে পুরানো ঢাকার প্রায় অর্ধশত সংগঠনের সক্রিয় অংশগ্রহণে হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত  এই প্রথমবারের মত পরিবেশ গণসমাবেশে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

 
গণসমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন সংগঠন-
কৃষ্টি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী,  নাগরিক অধিকার সংরক্ষন ফোরাম, সুবন্ধন, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন, রসূলবাগ সমাজ কল্যান সংঘ, মুসলিম যুব সংঘ, মডার্ন ক্লাব, দেবীদাস ঘাট সমাজ কল্যাণ সংসদ, রাইটার্স ফোরাম, নবারুন সমাজ কল্যান সংঘ, সামাজিক উন্নয়ন পরিষদ, নবাবগঞ্জ সমাজ কল্যান সংগঠন, বিডিআর ১ নং গেট উন্নয়ন কমিটি, স্বদেশ সমাজ কল্যাণ সংঘ, ক্রিসেন্ট ক্লাব, ইত্যাদি সংগঠন, রহমতগঞ্জ ফ্রেন্ডশীপ সোসাইটি, আর এন ডি সমাজ কল্যাণ সংঘ, রসুলবাগ সমাজ কল্যাণ সংঘ, চৌধুরী বাজার সমাজ কল্যাণ সংগঠন, হিন্দু পাড়া পঞ্চায়েত কমিটি, রিয়াজ উদ্দিন রোড় সমাজ কল্যাণ সমিতি, বিবর্তন সংঘ, আজিমপুর  এষ্টেট জন কল্যান সমিতি, আমাদের পাঠচক্র, লালবাগ ক্রীড়া চক্র, শেখ সাহেব বাজার সমাজ কল্যাণ সংগঠন, মিট এন্ড ফ্রেন্ডস সোসাইটি, খাজে দেওয়ান পঞ্চায়েত (বাংলো), স্বাধীন আর্ট একাডেমী, রহমত গঞ্জ তরুণ সংঘ, মুসলিম ফ্রেন্ডশীপ সোসাইটি, ওল্ড ঢাকা সোসাইটি, স্পন্দন সমবায় সমিতি, নারী ও শিশু উন্নয়ন পরিষদ, জাতীয় তরুণ সংঘ, মুক্ত বায়ু সেবন সংস্থাসহ পুরান ঢাকার আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

গণসমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক উপাচার্য ড. এম. এম. সফিউল্ল¬াহ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান- আবু নাসের খান, বিশিষ্ঠ অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা-৭ আসন এর মাননীয় সংসদ সদস্য- ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষ্টি পরিষদের সভাপতি মুহাম্মদ রিয়াজ উদ্দিন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরমের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান ময়না, ৫৯ নং ওয়ার্ডের কমিশনার হুমায়ুন কবীর, ৬৫ নং ওয়ার্ডের কমিশনার শহিদুল ইসলাম বাবুল, ৬৪ নং ওয়ার্ডের কমিশনার আনোয়ার পারভেজ বাদল, ৬৩ নং ওয়ার্ডের কমিশনার শাহিদা মোর্শেদ, ৬৬ নং ওয়ার্ডের কমিশনার হুমায়ুন কবীর, স্বাধীন বাংলা ফুটবল বলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সফিকুল ইসলাম মানিক, জাতীয় খেলোয়াড় রোম্মান  বিন ওয়ালী সাব্বির প্রমুখ।  সমাবেশে পরিবেশ বিষয়ক সঙ্গীত পরিবেশন করেন নেত্রকোনা থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পী গোলাম মওলা এবং বাউল শিল্পী জামাল দেওয়ান ও তার দল।
বক্তারা বলেন, নানা সমস্যায় ক্রমেই পুরান ঢাকার পরিবেশগত বিপর্যয় প্রকট আকার ধারণ করছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র বাজার, আড়তের পচাঁ আবর্জনার দূর্গন্ধে পুরান ঢাকার পরিবেশ দিন দিন বিষিয়ে উঠছে। বুড়িগঙ্গা পাড়ের অব্যাহত দখল-দূষণে এ সমস্যাগুলো আরও দিন দিন মারাত্মক রূপ ধারণ করছে। ঐতিহাসিক লালবাগ কেল্লাসহ অন্যান্য প্রতœতাত্ত্বিক স্থাপনায় চলছে অবৈধ দখল। তাছাড়া এ এলাকার বিশাল জনগোষ্ঠীর জন্য নেই ভালো কোন যাতায়াত ব্যবস্থা, বিনোদনের জায়গা, খেলার মাঠ, পার্ক বা উদ্যান। যার নেতিবাচক প্রভাব পড়ছে শিশু থেকে সকল বয়সের মানুষের উপর।  পুরান ঢাকার পরিবেশ বিষিয়ে উঠছে এ সকল সমস্যার সমাধানের জন্য বিক্ষিপ্তভাবে আন্দোলন করা হয়েছে কিন্তু কাঙ্খিত ফলাফল পাওয়া যায়নি। দাবী আদায়ে দীর্ঘমেয়াদী বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ গণসমাবেশ।

পরিবেশ গনসমাবেশের দাবীসমূহ- 
১.    জলাবদ্ধতার স্থায়ী নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে
২.    সকল খেলার মাঠ, পার্ক, খোলা জায়গা ও পুকুর সংরক্ষণ করতে হবে
৩.    লালবাগ কেল্লার অবৈধ দখলমুক্ত ও দখলকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে
৪.    পুরান ঢাকার সকল প্রতœতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ করতে হবে
৫.    ভাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলতে হবে 
৬.    বুড়িগঙ্গার সকল অবৈধ দখল অবিলম্বে উচ্ছেদ, দূষণের সকল উৎসমূহ বন্ধ ও দখল-দূষণে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে
৭.    আবাসিক এলাকার সকল কেমিকেলের দোকান, গুদাম ও কারখানা অবিলম্বে সরিয়ে নিতে হবে।