পবা ও বুয়েটের আয়োজনে “নগরায়ণ ও ভূমিকম্পের ঝুঁকি ঃ বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পবা ও বুয়েটের আয়োজনে
“নগরায়ণ ও ভূমিকম্পের ঝুঁকি ঃ বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
 
গত একশত পঞ্চাশ বছর সময়কালে বাংলাদেশের ভিতরে ৭.৫ মাত্রারও বেশি ভূমিকম্প হয়েছে। অন্যদিকে প্রায় দুইশত পঞ্চাশ বছর আগে চট্রগ্রাম-মায়ানমার সীমানায় আর একটি ৭ মাত্রার উপরে ভূমিকম্প হয়েছে। চার থেকে ছয় মাত্রার ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতি বছর হয়ে আসছ্।ে বর্তমানে বাংলাদেশের সীমানার মধ্যে বড় ধরণের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টির আশংকা রয়েছে। উপরোক্ত আশংকা আজ বিকাল ৫;০০ টায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর যৌথ উদ্যোগে এ্যকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এ.আর.আই, ২য় তলা) মিলনায়তন, বুয়েট এ “নগরায়ণ ও ভূমিকম্পের ঝুঁকি ঃ বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞদের।
 
ভুমিকম্প পরবর্র্তী অবস্থা মোকাবেলার লক্ষ্যে জনগনকে সচেনতা করার পাশাপাশি সরকারী সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। কিন্তু দীর্ঘসময়ে ভূমিকম্পের পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে জনসচেতনা এবং সংস্থাগুলোর দক্ষতা অপ্রতুল। এছাড়া শহর অঞ্চলের ঝুকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে সভায় গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন অব্যাহতভাবে জলাশয় ভরাট ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধির অন্যতম কারণ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশেল জলাশয়গুলো উদ্ধার করা প্রয়োজন। 
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম এম সফিউল্লাহ, বিশেষ অতিথি- পুরকৌশল বিভাগ, বুয়েট এর অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- ভূমিকম্প সুনামী বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ অধ্যাপক মাকসুদ কামাল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বুয়েট এর ড. কে এম মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ চেয়ারম্যান, অধ্যাপক কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ এর অধ্যাপক ওবায়দুল্লাহ, ঢাঃবিঃ ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম মাহবুব, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর পরিচালক (প্রোগ্রাম) সৈয়দা রিজওয়ানা হাসান, পবা’র চেয়ারম্যান, আবু নাসের খান এবং সেমিনারে সভাপতিত্ব করবেন-নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ প্রধান অধ্যাপক ড. রোখসানা হাফিজ। এছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, রাজউক ও পিডব্লিউডি এর উপযুক্ত প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন। 
 
বিশেষজ্ঞরা বলেন-আমাদের শহরগুলির দালানকোঠাসহ যেসকল অবকাঠামো রয়েছে সেগুলো ভূমিকম্প শক্তি সহনীয় করে গড়ে তোলা হয়নি।