পবা পরিচিতি

“পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)”- পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার সংরক্ষণ ও উন্নয়নে নিয়োজিত একটি স্বেচ্ছাব্রতী সামাজিক সংগঠন। প্রকৃতি ও মানুষের সম্পর্ক স্থিতিশীল করা, চলমান ও সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ে মানুষ ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সমাজকে সচেতন ও সুসংগঠিত করা এবং বিদ্যমান আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো মূল্যায়ন ও যুগোপযোগীকরণে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করা-পবার প্রধান লক্ষ্য। জনস্বার্থের পরিপন্থী ব্যক্তিগত, গোষ্টীগত বা শ্রেণীগত স্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ডসহ উন্নয়নের ছদ্মাবরণে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা ধ্বংস বা বিপর্যয়কারী দেশীয় ও আন্ত:র্জাতিক কার্যক্রমের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং রাষ্ট্র শক্তিকে সচেতন ও কার্যকারী করা। পরিবেশ ব্যবস্থাপনায় প্রকৃতি নির্ভর সহজাত উপায় উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আধুনিক তথ্য ও তত্ত্বজ্ঞানে স্বনির্ভরতা অর্জন করা। পবা তার লক্ষ্য বাস্তবায়নে- সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন, সভা, সমাবেশ, র‌্যালী, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, সরকারকে পরামর্শ প্রদান, অবস্থান ধর্মঘট, অনশন, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন সংগঠনের সাথে নেটওয়ার্ক, গবেষণা সমন্বয়, পরিবেশ সম্পর্কিত জাতীয় ও আন্ত:র্জাতিক দিবসসমূহ উদযাপন, পরিবেশ বিষয়ে প্রচার ও প্রচারণা, বিভিন্ন পেশাজীবি, বিশেষজ্ঞ ও জনগোষ্টীর সাথে মতবিনিময়, তরুণদের গ্রীণফোর্স গঠন, পরিবেশ সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি করে যাচ্ছে। পবা’র কার্যক্রমের বিষয়াবলী ১. নদী রক্ষা ও ব্যবস্থাপনা ২. হাওর বাঁচাও আন্দোলন ৩. জলাধার সংরক্ষণ ৪. পানি ব্যবস্থাপনা ৫. কৃষি জীববৈচিত্র্য ও ব্যবস্থাপনা ৬. নগরায়ন, নগর ও অঞ্চল পরিকল্পনা ৭. পার্ক, মাঠ সংরক্ষণ ৮. ঐতিহ্য সংরক্ষণ ৯. বিষমুক্ত খাদ্য আন্দোলন ১০. শব্দ ও আলো দূষণ ১১. দূর্যোগ ব্যবস্থাপনা ১২. শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ১৩. হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা ১৪. পাবলিক টয়লেট ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা ১৫. পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ১৬. সড়ক যোগাযোগ ১৭. রেল যোগাযোগ ১৮. নৌ-যোগাযোগ ১৯. খনিজ সম্পদ ২০. পাহাড় ও বন সংরক্ষণ ২১. ভূমি ব্যবহার পরিকল্পনা ও ব্যবস্থাপনা ২২. তড়িৎ চুম্বকীয় দূষণ ২৩. মৎস্য জীববৈচিত্র্য ও ব্যবস্থাপনা ২৪. ইলেকট্রনিক্স বর্জ্য ব্যবস্থাপনা ২৫. অগ্নিকান্ড ও ভূমিকম্প ২৬. পরিবেশ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের দায়িত্ব ২৭. ফুটপাত ও হকার ব্যবস্থাপনা ২৮. ধূলা দূষণ প্রতিরোধ ২৯. প্রতিবেশ ব্যবস্থাপনা ৩০. কবর স্থানে বৃক্ষ রোপন ৩১. আইন ও নীতিমালাসমূহ ৩২. তামাক ও পরিবেশ ৩৩. জীববৈচিত্র্য সংরক্ষণ ৩৪. আন্ত:র্জাতিক পরিবেশ আন্দোলন ৩৫. জলবায়ু পরিবর্তন ৩৬. শিক্ষা ও গবেষণা ৩৭. নগর জীববৈচিত্র্য ৩৮. গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা ৩৯. রাসায়নিক দূষণ প্রতিরোধ আন্দোলন ৪০. ট্যানারী শিল্প দূষণ ৪১. বাতাস দূষণ প্রতিরোধ ৪২. স্বাস্থ্য ব্যবস্থাপনা ৪৩. পরিবেশ অর্থনীতি ৪৪. জনসংখ্যা, জীবনযাত্রা ও পরিবেশ ৪৫. গ্রীনফোর্স ৪৬. স্থানীয় আন্দোলন